বাসস
  ২৮ মে ২০২৫, ০৯:৫৪

পরমাণু আলোচনার অগ্রগতির সাথে সাথে ইরানের প্রেসিডেন্ট ওমানে

ঢাকা, ২৮ মে, ২০২৫ (বাসস) : ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান গতকাল মঙ্গলবার দুই দিনের সফরে ওমান গিয়েছেন। তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চলমান পারমাণবিক আলোচনার মধ্যস্থতা করছে ওমান।

পেজেশকিয়ান ‘শান্তি ও স্থিতিশীলতা’ প্রচারের লক্ষ্যে মাস্কাট ভ্রমণ করেছেন। তিনি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সর্বশেষ আলোচনাকে ‘খুব, খুব ভালো’ বলে বর্ণনা করার দুই দিন পর ওমান সফরে গিয়েছেন। 

মাসকাট থেকে এএফপি এই খবর জানায়

পেজেশকিয়ান তেহরান ছাড়ার আগে এক টেলিভিশন ভাষণে বলেছেন, ‘আমরা আশা করি এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা প্রচারের জন্য একটি বিভক্ত দৃষ্টিভঙ্গি এবং একটি সাধারণ কণ্ঠস্বরে পৌঁছানোর জন্য সংলাপে অংশ নেব।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই সোমবার নিশ্চিত করেছেন, এই সফর চলমান পরমাণু আলোচনার বিষয়ে আলোচনা করবে।

ইরানের প্রেসিডেন্টের কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, পেজেশকিয়ান সুলতান হাইথাম বিন তারিকের সাথে দেখা করেছেন এবং তাকে বলেছেন, তেহরান আলোচনায় ওমানের সাহায্যের প্রশংসা করেছে, ‘এবং আমরা আশা করি এই প্রক্রিয়াটি ইতিবাচক ফলাফলের দিকে নিয়ে যাবে।’

সমুদ্রের সংকীর্ণ প্রান্তের ওপারে ইরানের প্রতিবেশী ওমান এপ্রিল থেকে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে পাঁচ দফা আলোচনার আয়োজন করেছে। যদিও ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক সম্পর্ক নেই। তবে শুক্রবার রোমে সর্বশেষ বৈঠকটি বাস্তব অগ্রগতি ছাড়াই শেষ হয়েছে। কিন্তু ট্রাম্প আলোচনাকে উষ্ণভাবে গ্রহণ করেছেন।

পেজেশকিয়ান  বলেছেন, ‘আমি মনে করি ইরানের ফ্রন্টে আমরা কিছু ভালো খবর পেতে পারি’। তিনি আরো বলেছেন, ‘আগামী দুই দিনের মধ্যে একটি ঘোষণা আসতে পারে।’

মার্কিন যুক্তরাষ্ট্র ইরানকে পরমাণু অস্ত্র তৈরি থেকে বিরত রাখতে চাইছে, যা তেহরান অস্বীকার করছে।কারণ ইরানিরা পঙ্গু নিষেধাজ্ঞা থেকে মুক্তি চাইছে।

ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্র পূর্ববর্তী পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পর থেকে এই আলোচনা দেশগুলোর মধ্যে সর্বোচ্চ পর্যায়ের যোগাযোগ।

ইরানি গণমাধ্যম জানিয়েছে, পেজেশকিয়ানের সফরের আগে, ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মোহাম্মদ রেজা ফারজিন সোমবার ‘আর্থিক ও ব্যাংকিং সহযোগিতা’ এবং বাণিজ্যিক বিনিময় নিয়ে আলোচনা করতে ওমানে পৌঁছেছেন।