শিরোনাম
ঢাকা, ২৬ মে, ২০২৫ (বাসস) : ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু রোববার যুক্তরাষ্ট্রের সফররত হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েমের সঙ্গে বৈঠক করেছেন। তেল আবিবে প্রধানমন্ত্রীর কার্যালয় এ তথ্য জানানো হয়েছে।
জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
মার্কিন ও ইসরাইলি গণমাধ্যমের খবরে বলা হয়, গত সপ্তাহে ওয়াশিংটনে দুই ইসরাইলি দূতাবাস কর্মী হত্যার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে জেরুজালেম সফরে যান ক্রিস্টি নোয়েম।
নেতানিয়াহুর কার্যালয় সংক্ষিপ্ত বিবৃতিতে রোববার রাতে জানায়, বৈঠকে নোয়েমের সঙ্গে ছিলেন ইসরাইলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি।
এতে আরো বলা হয়, বৈঠকে নোয়েম ‘প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও ইসরাইল রাষ্ট্রের প্রতি তার অকুণ্ঠ সমর্থন ব্যক্ত করেন।’
এই সফর এমন এক সময় অনুষ্ঠিত হল, যখন ইসরাইল গাজা উপত্যকায় তাদের আক্রমণ আগের চেয়ে জোরদার করেছে। তাদের দাবি, হামাসকে ধ্বংস করার নতুন প্রচেষ্টা হিসেবে এটি করা হচ্ছে।
রোববার সন্ধ্যায় নোয়েম ও হাকাবি জেরুজালেমের পশ্চিম প্রাচীর পরিদর্শন করেন। তখন সেখানে সোমবারের ‘জেরুজালেম ডে’ উপলক্ষ্যে আগাম উৎসব চলছিল।
‘জেরুজালেম ডে’ ইসরাইলের জাতীয় দিবস এবং সরকারি ছুটির দিন। ১৯৬৭ সালের আরব-ইসরাইল যুদ্ধের সময় পূর্ব জেরুজালেম দখল করে পুরো শহরকে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার স্মরণে দিনটি উদযাপন করে ইসরাইলিরা।