বাসস
  ২৫ মে ২০২৫, ১০:২৩

কিয়েভে রুশ হামলায় ৩ জন নিহত

ঢাকা, ২৫ মে ২০২৫ (বাসস) : ইউক্রেনের কিয়েভে রুশ হামলায় তিনজন নিহত হয়েছে। ইউক্রেনের এক কর্মকর্তা রোববার এ কথা জানান।

এ সময় দুই দেশ একে অপরের রাজধানীর দিকে পাল্টাপাল্টি ড্রোন হামলা চালায়। 

খবর এএফপি’র।

টেলিগ্রামে দেওয়া এক পোস্টে ওই অঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান মাইকোলা কালাশনিক বলেন, দুর্ভাগ্যবশত, কিয়েভ অঞ্চলে শত্রুর হামলায় গতরাতে তিনজন নিহত হয়েছে।