বাসস
  ২০ মে ২০২৫, ১০:২০

কোভিড তহবিল জালিয়াতির অভিযোগে সেনেগালের সাবেক মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ গঠন 

ঢাকা, ২০ মে, ২০২৫ (বাসস) : সোমবার সেনেগালের একটি বিশেষ আদালত আনুষ্ঠানিকভাবে এক সাবেক সরকারের মন্ত্রীর বিরুদ্ধে কোভিড তহবিল আত্মসাতের অভিযোগ এনেছে। মামলার ঘনিষ্ঠ একটি সূত্র এএফপিকে এ তথ্য জানিয়েছে।

ডাকার থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

সাবেক নারী বিষয়ক মন্ত্রী সালিমাতা ডিওপের বিরুদ্ধে এ অভিযোগ আনা হয়েছে। তিনি সাবেক প্রেসিডেন্ট ম্যাকি সালের অধীনে নারী বিষয়ক মন্ত্রী ছিলেন। মহামারী মোকাবেলায় তহবিলের অপব্যবহারসহ দুর্নীতির অভিযোগের মুখোমুখি পাঁচজন সাবেক মন্ত্রীর তিনি একজন।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন নিশ্চিত করে সূত্রটি জানিয়েছে, ডিওপের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়েছিল এবং প্রায় ৯৭ হাজার ৭শ’ ৫০ মার্কিন ডলার দেওয়ার পর তাকে জামিনে মুক্তি দেওয়া হয়েছিল।

বিচার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার জন্য গত ২রা মে তার সংসদীয় দায়মুক্তি প্রত্যাহার করা হয়েছিল।

ডিওপের বিরুদ্ধেও তদন্ত চলছে, পাশাপাশি সাবেক কমিউনিটি ডেভেলপমেন্ট, খনি, শিল্প উন্নয়ন এবং বিচার মন্ত্রীরাও তদন্তের মুখোমুখি হচ্ছেন।

জাতীয় পরিষদের এক প্রতিবেদন অনুসারে, পশ্চিম আফ্রিকার দেশটিতে ২০২০-২১ সালে কোভিড-১৯ মহামারীর বিরুদ্ধে লড়াই করার জন্য প্রতিষ্ঠিত তহবিল থেকে প্রায় ৪.৫ মিলিয়ন ডলার অর্থ পাচারের অভিযোগে অভিযুক্ত সাবেক কমিউনিটি ডেভেলপমেন্ট মন্ত্রী আমাদু মানসুর ফায়ে।

সেনেগালের জাতীয় পরিষদ এই মাসের শুরুতে পাঁচজন সাবেক মন্ত্রীর তদন্তের জন্য একটি বিশেষ আদালতের নির্দেশ দেওয়ার পক্ষে ভোট দিয়েছে।

প্রেসিডেন্ট বাসিরো দিওমায়ে ফায়ে গত বছর একটি নির্বাচনে জয়লাভ করে দুর্নীতি দমনের জন্য বিশেষ করে সাল-এর অধীনে পূর্ববর্তী প্রশাসনের দুর্নীতি দমনের অঙ্গীকার করেছিলেন। 

সেনেগালের বিরোধী দল এই মামলাটিকে ‘ডাইনি শিকার’ বলে অভিহিত করেছে।