শিরোনাম
ঢাকা, ১৯ মে, ২০২৫ (বাসস) : ফ্রান্সের বিচারিক কর্তৃপক্ষ রুয়ান্ডার সাবেক প্রেসিডেন্ট জুভেনাল হাবিয়ারিমানার বিধবা স্ত্রী আগাতে হাবিয়ারিমানার বিরুদ্ধে ১৯৯৪ সালের গণহত্যায় সম্পৃক্ততার অভিযোগে চালানো তদন্ত বন্ধ করে দিয়েছে।
আদালত তার বিরুদ্ধে কোনো অভিযোগ আনেনি বলে এএফপিকে জানিয়েছেন মামলার সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্র।
৮২ বছর বয়সী আগাতে ১৯৯৮ সাল থেকে ফ্রান্সে বসবাস করছেন। রুয়ান্ডার রাজধানী কিগালি বহুবার তার প্রত্যর্পণ দাবি করলেও, ফরাসি আদালত এখন পর্যন্ত তাকে কোনো বিচারের মুখোমুখি করেনি।
সূত্রগুলো তাদের নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছে, আপাতত ফরাসি আদালতে তার বিরুদ্ধে কোনো বিচারকার্য চলছে না।