বাসস
  ১৯ মে ২০২৫, ১২:২৮

পুতিনের সঙ্গে ট্রাম্পের ফোনালাপের আগে আলোচনায় ইউরোপীয় নেতারা : যুক্তরাজ্য

ঢাকা, ১৯ মে, ২০২৫ (বাসস) : ইউক্রেন যুদ্ধ অবসানে আলোচনার অংশ হিসেবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফোনালাপের আগে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও ইতালির নেতারা রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার প্রয়োজনীয়তা পুনরায় তুলে ধরেছেন। রোববার রাতে এক যৌথ ফোনালাপে এ বিষয়ে আলোচনা হয় বলে জানিয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের দপ্তর।

লন্ডন থেকে এএফপি জানায়, ব্রিটিশ প্রধানমন্ত্রীর একজন মুখপাত্র বলেন, 'নেতারা ইউক্রেনের পরিস্থিতি এবং যুদ্ধের উভয় পক্ষের ওপর বিপর্যয়কর প্রভাব নিয়ে আলোচনা করেন।'

তিনি আরও বলেন, 'ট্রাম্প-পুতিন ফোনালাপ সামনে রেখে নেতারা একটি নিঃশর্ত যুদ্ধবিরতির প্রয়োজনীয়তা এবং প্রেসিডেন্ট পুতিনের শান্তি আলোচনায় আন্তরিক অংশগ্রহণের দাবি পুনর্ব্যক্ত করেন।' রাশিয়া যদি যুদ্ধবিরতি ও শান্তি আলোচনায় গুরুত্ব না দেয়, তবে নিষেধাজ্ঞা আরোপের বিষয়েও তারা আলোচনা করেন।

গত শুক্রবার ইস্তাম্বুলে ইউক্রেন ও রাশিয়ার কর্মকর্তাদের মধ্যে শান্তি আলোচনা কোনো অগ্রগতি ছাড়াই শেষ হওয়ার পর ইউরোপীয় নেতারা রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার হুঁশিয়ারি বাড়িয়ে দিয়েছেন।

ইউরোপীয় দেশগুলো বারবার পুতিনের বিরুদ্ধে যুদ্ধবিরতির আহ্বান উপেক্ষার অভিযোগ তুলেছে।

ভ্যাটিকানে নবনির্বাচিত পোপ চতুর্দশ লিওর অভিষেক অনুষ্ঠানে যোগ দিয়ে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ বলেন, 'এই ভয়াবহ যুদ্ধ দ্রুত শেষ করতে ইউরোপ ও আমেরিকা একসঙ্গে, লক্ষ্যমাত্রাভিত্তিকভাবে কাজ করছে।'

তিনি আরও বলেন, 'সাম্প্রতিক দিনগুলোতে কিছু ছোট অগ্রগতি হয়েছে...পক্ষগুলো পরস্পরের সঙ্গে কথা বলছে।'

ইস্তাম্বুল আলোচনার পর স্টারমার, মের্ৎস, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ এবং পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক ট্রাম্পের সঙ্গে কথা বলেন।

এই কূটনৈতিক উদ্যোগের অংশ হিসেবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও ভ্যাটিকানে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে সাক্ষাৎ করেছেন।