বাসস
  ১৯ মে ২০২৫, ০৯:৩১

সোমালি সেনা ক্যাম্পে আত্মঘাতী বোমা হামলায় বেশ কয়েকজন নিহত

ঢাকা, ১৯ মে, ২০২৫ (বাসস): সোমালিয়ার রাজধানীর একটি সেনা নিয়োগ কেন্দ্র লক্ষ্য করে রোববার আল-শাবাব জঙ্গি গোষ্ঠীর আত্মঘাতী বোমা হামলায় বেশ কয়েকজন নিহত এবং আরো অনেকে আহত হয়েছেন। 

সোমালি কর্তৃপক্ষ এবং প্রত্যক্ষদর্শীরা একথা জানিয়েছেন।

মোগাদিশু থেকে এএফপি এই খবর জানায়।

এদিকে দেশটির তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৯টা ২০ মিনিটে দক্ষিণ মোগাদিশুর জেরো দামায়ো ক্যাম্পের বাইরে বেসামরিক লোকের ছদ্মবেশে হামলাকারী বিস্ফোরণ ঘটায়।

মন্ত্রণালয় জানিয়েছে, ‘হতাহতের খবর পাওয়া গেছে তবে বিস্তারিত এখনো জানা যায়নি।’

‘নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।’

আল-কায়েদার সাথে যুক্ত ইসলামপন্থী জঙ্গি গোষ্ঠী আল-শাবাব বোমা হামলার দায় স্বীকার করেছে।

দলটি জানিয়েছে, ‘মোগাদিশুর হোডন জেলার জেরো দামায়োর সামনে ধর্মান্তরিত হয়ে দেশের সেনাবাহিনীতে চাকরি পাওয়ার আশায় অবস্থানরত ধর্মত্যাগীদের লক্ষ্য করে মুজাহিদিনরা এই বিস্ফোরণ ঘটিয়েছে। তারা বাহিনীতে যোগদানের জন্য তালিকাভুক্ত হচ্ছিল।

প্রত্যক্ষদর্শীরা বিস্ফোরণস্থলের কাছে বিশৃঙ্খলা এবং হতাহতের দৃশ্য বর্ণনা করেছেন।

এলাকার পাশ দিয়ে যাতায়াতকারী টুকটুক চালক আদান ইয়ারে বলেছেন, বিস্ফোরণের সময় রাস্তাটি বেসামরিক লে লোকে সমাগমে ছিল। লোকজন সামরিক শিবিরে নিয়োগ লাভের জন্য অপেক্ষা করছিল।

তিনি বলেছেন, ‘আমি খুব ভাগ্যবান কারণ, যখন বিস্ফোরণ ঘটে, তখন আমি ইতোমধ্যেই এলাকাটি অতিক্রম করে গিয়েছিলাম।

টুকটুক চালক আরো বলেছেন, ‘বিস্ফোরণে আমার টুকটুক কেঁপে ওঠে এবং যখন আমি থামলাম এবং পিছনে তাকালাম, তখন দেখলাম বেশ কয়েকজন লোক মাটিতে পড়েছিল। তাদের মধ্যে কয়েকজন মারা গিয়েছিল এবং অন্যরা আহত হয়েছিল।’

আরেকজন প্রত্যক্ষদর্শী সালিম নূর বলেছেন, তিনি পাঁচজন বেসামরিক লোকের মৃতদেহ দেখেছেন।

তখন ‘আমি একটি মিনিবাসে ছিলাম। বিস্ফোরণের সময় আমরা ঘটনাস্থল থেকে প্রায় কয়েকশ’ মিটার দূরে ছিলাম।

তিনি বলেছেন, ‘পুরো এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, পাথর এবং বালি উড়ছে।’

সোমালিয়ার ঘনিষ্ঠ মিশর এই হামলার নিন্দা জানিয়েছে। 

এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘রাজধানী মোগাদিশুতে দামায়ো সামরিক শিবিরে রোববার যে সন্ত্রাসী হামলা হয়েছে, এতে কয়েক ডজন মানুষ নিহত ও আহত হয়েছে। আরব প্রজাতন্ত্র আত্মঘাতি হামলার  তীব্র নিন্দা জানাচ্ছে।’

মিশর সোমালিয়ার জাতীয় প্রতিষ্ঠান এবং তাদের নিরাপত্তা ও সামরিক সক্ষমতাকে সমর্থন অব্যাহত রাখবে যাতে তারা ‘সহিংসতা, সন্ত্রাসবাদের সকল কর্মকাণ্ড মোকাবেলা করতে’ সক্ষম হয়।

সাম্প্রতিক মাসগুলোতে সোমালিয়ায় আল-শাবাবের হামলার পুনরাবৃত্তি ঘটেছে।

সরকার উৎখাতের জন্য লড়াইরত এই গোষ্ঠীটি দরিদ্র ও জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশে তাদের অভিযান তীব্র করেছে।

গত মার্চ মাসে, আল-শাবাব মোগাদিশুতে প্রেসিডেন্টের গাড়ির বহরকে টার্গেট করে বোমা হামলা চালায়। কিন্তু তা অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। জিহাদি গোষ্ঠীটি বোমা হামলার দায় স্বীকার করে এবং এপ্রিলে, জঙ্গিরা রাজধানীর বিমানবন্দরের কাছে মর্টার শেল নিক্ষেপ করে।