শিরোনাম
ঢাকা, ১৮ মে ২০২৫ (বাসস): ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স রোববার ইতালির রাজধানী রোমে বৈঠক করেছেন। হোয়াইট হাউস ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের অবসান চাচ্ছে এমন এক সময় এই বৈঠক অনুষ্ঠিত হলো।
রোম থেকে এএফপি জানায়, ফেব্রুয়ারিতে ওয়াশিংটনের ওভাল অফিসে একটি উত্তপ্ত বাক্যবিনিময়ের পর দুই নেতার এটিই ছিল প্রথম সাক্ষাৎ। ওই সময় ভ্যান্স প্রেসিডেন্ট জেলেনস্কিকে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি ‘অসম্মানজনক’ আচরণের অভিযোগ করেন।
একজন জ্যেষ্ঠ ইউক্রেনীয় কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানান, বৈঠকে জেলেনস্কি ও ভ্যান্স রুশ-ইউক্রেন যুদ্ধক্ষেত্রের বর্তমান অবস্থা, সোমবারের সম্ভাব্য ট্রাম্প-পুতিন টেলিফোন আলাপ, যুদ্ধবিরতি এবং রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেন।
তিনি বলেন, ‘ফেব্রুয়ারির মত তিক্ততা ছিল না, এবার পরিস্থিতি ছিল অনেক ভালো।’
এর আগের দিন শনিবার প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দেন, ইউক্রেনে ‘রক্তস্নান’ বন্ধে তিনি সোমবার পুতিনের সঙ্গে ফোনে কথা বলবেন। এর একদিন আগে তুরস্কে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে গত তিন বছরের মধ্যে প্রথম সরাসরি বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো যুদ্ধবিরতি হয়নি।
ওই ইউক্রেনীয় কর্মকর্তা আরও বলেন, ‘বার্তাটি আগের মতোই স্পষ্ট: আমরা যুদ্ধ থামাতে চাই, কিন্তু ওরা চায় না’- এই কথাই ভ্যান্সকে বলেছেন প্রেসিডেন্ট জেলেনস্কি।
বৈঠকের আগে জেলেনস্কি ভ্যাটিকানে সদ্য অভিষিক্ত পোপ লিও চতুর্দশের সঙ্গে এক সাক্ষাতে মিলিত হন। সাক্ষাৎ শেষে তিনি বলেন, ‘রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সরাসরি আলোচনার জন্য একটি মঞ্চ হয়ে ওঠার যে আগ্রহ ভ্যাটিকান দেখিয়েছে, তার জন্য আমরা কৃতজ্ঞ।’
জেলেনস্কি-ভ্যান্স বৈঠকটি এমন এক সময়ে হচ্ছে, যখন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা বিশ্ব রাশিয়ার ওপর চাপ বাড়াতে চাইছে। উল্লেখ্য, এই বৈঠকটি জেলেনস্কি ও ভ্যান্সের মধ্যে তিন মাস আগের বিতণ্ডার পর প্রথম মুখোমুখি আলোচনা।
তখন ভ্যান্স অভিযোগ করেছিলেন, জেলেনস্কি ট্রাম্পের প্রতি যথাযথ কৃতজ্ঞতা প্রকাশ করছেন না। ট্রাম্পও তখন বলেছিলেন, জেলেনস্কির ‘হাতের খেলবার মতো কোনো কার্ড নেই।’