শিরোনাম
ঢাকা, ১৭ মে, ২০২৫ (বাসস): গাজায় যুদ্ধবিরতির জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রয়োজনীয় চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি।
বাগদাদ থেকে এএফপি জানায়, শনিবার বাগদাদে আরব লিগ সম্মেলনে দেওয়া বক্তব্যে সিসি বলেন, ‘আমি প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি আহ্বান জানাই, একজন শান্তি প্রতিষ্ঠায় আগ্রহী নেতা হিসেবে তিনি যেন গাজা উপত্যকায় যুদ্ধবিরতির জন্য সব ধরনের প্রচেষ্টা ও চাপ প্রয়োগ করেন।’
তিনি বলেন, এটি হবে ‘একটি বাস্তব রাজনৈতিক প্রক্রিয়ার সূচনা, যেখানে তিনিই হবেন মধ্যস্থতাকারী ও উদ্যোগের পৃষ্ঠপোষক।’