বাসস
  ০১ সেপ্টেম্বর ২০২১, ১০:২১

জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের টিম

জয়পুরহাট, ১ সেপ্টেম্বর, ২০২১ (বাসস) : স্বাস্থ্যসেবার মান উন্নয়ন সরেজমিন দেখার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন  টিম আজ বুধবার সকালে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল পরিদর্শন করেন।
জেলা আধুনিক হাসপাতালের তত্ববধায়ক ডা: সরদার রাশেদ মোবারক জানান, স্বাস্থ্য সেবার মান উন্নয়নে অবদান রাখার জন্য স্বাস্থ্য প্রতিষ্ঠানকে ’ স্বাস্থ্য মন্ত্রী জাতীয় পুরস্কার’ প্রদান করা হয়ে থাকে। এ সরেজমিন মূল্যায়ন কার্যক্রমের আওতায় জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের স্বাস্থ্যসেবার মান উন্নয়ন পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের  উচ্চ ক্ষমতা সম্পন্ন টিম। হাসপাতালের ব্যবস্থাপনা, পরিস্কার পরিচ্ছন্নতা, চিকিৎসকদের উপস্থিতি, রোগী ব্যবস্থাপনা এবং কার্ডিলজি, গাইনী বিভাগ, সিসিইউ, ডায়ালোসিস ইউনিট, সেন্ট্রাল অক্সিজেন সেবা ও অপারেশন থিয়েটারসহ প্রতিটি ওয়ার্ড পরিদর্শন করেন টিমের সদস্যরা। পরিদর্শন টিমের প্রধান  হচ্ছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপ সচিব মো: রিয়াজুল হক। অন্য সদস্যদের মধ্যে রয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের  সিস্টেম এনালিষ্ট  মো: হুমায়ন কবির শিকদার,  স্বাস্থ্য অধিদপ্তরের সহকারি পরিচালক-১ ডা: বদিউজ্জামান ও  স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের  সহকারি সার্জন ডা: মো: মনিরুজ্জামান। এ ছাড়াও বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি হিসেবে পরিদর্শন কার্যক্রমে অংশগ্রহণ করেন শীলা।
পরিদর্শন টিমের প্রধান  স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপ সচিব মো: রিয়াজুল হক পরিদর্শন কার্যক্রম শেষে সাংবাদিকদের নিকট জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের স্বাস্থ্য সেবার মান উন্নয়ন দেখে সন্তোষ প্রকাশ করেন।