চট্টগ্রাম, ৩১ ডিসেম্বর ২০২১ (বাসস) : চট্টগ্রাম মহানগরীর চার স্পটে আজ ও গতকাল ৪ হাজার শ্রমজীবীকে করোনার টিকা দেয়া হয়েছে।
আজ শুক্রবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বাকলিয়া বাস্তুহারা বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের ব্যানারে ৫শ ও চাক্তাই-খাতুনগঞ্জ আড়তদার সাধারণ ব্যবসায়ী কল্যাণ সমিতির ব্যানারে আরও ৫শ মানুষকে অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ ভ্যাকসিন প্রদান করা হয়।
এছাড়া, বন্দর থানাধীন গোসাইলডাঙ্গাস্থ বি-নাগ লেইনের মরহুম বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেনের বাড়ি সংলগ্ন মাঠে ও হালিশহর থানাধীন ১১ নং দক্ষিণ কাট্টলী আবদু পাড়ার ভূইয়া ম্যানসন এলাকায় গতকাল ও আজ মিলে ৩ হাজার শ্রমজীবী মানুষকে অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ ভ্যাকসিন প্রদান করা হয়।
বাস্তুহারায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভ্যাকসিন প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী। সরকারি গাড়িচালক সমিতি চট্টগ্রাম বিভাগীয় কমিটি ও অন্যান্য সংগঠনের সহযোগিতায় জেলা সিভিল সার্জন কার্যালয় ভ্যাকসিন প্রদান কার্যক্রমের আয়োজন করে।
বাকলিয়া বাস্তুহারা বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি উত্তম কুমার সুশীলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিনের সঞ্চালনায় ভ্যাকসিন প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাকলিয়া বাস্তুহারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আমির হোসেন, বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান চালক-শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মুক্তার আলী, সরকারি গাড়িচালক সমিতি চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক মো. এয়াছিন আরাফাত বিটু, যুগ্ম সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাকলিয়া বাস্তুহারা বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সহ-সভাপতি শওকত ইসলাম সুজন, যুগ্ম সম্পাদক অরুণ দাশ, সমাজসেবিকা মোছাম্মৎ ইয়াছমিন প্রমুখ।
চাক্তাই-খাতুনগঞ্জ আড়ৎদার সাধারণ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আলহাজ মোহাম্মদ জাহাঙ্গীরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ মো. মহিউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত ভ্যাকসিন প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ৩৫ নং বক্সিরহাট ওয়ার্ড কাউন্সিলর হাজী নুরুল হক।
ভ্যাকসিন প্রদান অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেন, আমাদের সকলকে সুরক্ষিত থাকতে হবে। সরকারের নির্দেশে চট্টগ্রামে বিভিন্ন শ্রেণি-পেশার প্রত্যেক মানুষকে কোভিড-১৯ ভ্যাকসিনের আওতায় আনার কার্যক্রম চলমান রয়েছে। যাদের জাতীয় পরিচয়পত্র নেই বা থাকলেও কোন কারণে সুরক্ষা অ্যাপ্সের মাধ্যমে ভ্যাকসিনের জন্য রেজিস্ট্রেশন করতে পারেনি তাদের নাম-ঠিকানা ও মোবাইল নম্বর নির্দিষ্ট কার্ডে লিখে অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন প্রদান করা হচ্ছে। যাদের জাতীয় পরিচয়পত্র নম্বর মনে আছে তাদের নম্বর ঐ কার্ডে উল্লেখ করা হয়েছে। কেউ ভ্যাকসিন না পেয়ে থাকবে না। এটা বর্তমান সরকারের সময়োপযোগী ও যুগান্তকারী পদক্ষেপ।
তিনি আরও জানান, ভ্যাকসিন দেয়া থাকলে করোনার ঝুঁকি অনেকটা কম। করোনা ও ওমিক্রন থেকে রক্ষা পেতে হলে পর্যায়ক্রমে সবাইকে কোভিড ভ্যাকসিনের আওতায় আসতে হবে। নিজে ভ্যাকসিন নিয়ে অন্যকে ভ্যাকসিন নিতে উৎসাহিত করতে হবে। পাশাপাশি মাস্ক পরিধানসহ সামজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করতে হবে। জমাসমাগম ঘটে এমন সামাজিক অনুষ্ঠান এড়িয়ে চলতে হবে।
গোসাইলডাঙ্গায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুই দিনব্যাপী ভ্যাকসিন প্রদান কার্যক্রমের তদারকি করেন জেলা সিভিল সার্জন কার্যালয়ের এমওডিসি ডা. মোহাম্মদ নুরুল হায়দার। হালিশহরে ভ্যাকসিন প্রদান কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন ১১ নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক আলহাজ মোহাম্মদ ইসমাইল।
এ কার্যক্রম উদ্বোধন করেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সদস্য ও ওমরগণি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক এজিএস এরশাদুল আমিন চৌধুরী। প্রধান বক্তা ছিলেন জেলা সিভিল সার্জন কার্যালয়ের এমওডিসি ডা. মোহাম্মদ নুরুল হায়দার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ১১ নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মো. নজরুল ইসলাম ভূইয়া ও সাধারণ সম্পাদক আলহাজ মো. আসলাম হোসেন।