বাসস
  ৩১ আগস্ট ২০২১, ২১:১৫

গত ২৪ ঘন্টায় ঢাকাসহ বিভিন্ন হাসপাতালে নতুন রোগী ভর্তি ২৬৬ জন

ঢাকা ৩১ আগস্ট, ২০২১ (বাসস) : গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে নতুন  রোগী ভর্তি হয়েছে ২৬৬ জন।
এর মধ্যে  রাজধানী  ঢাকায়  ২২০ জন  এবং অন্যান্য বিভাগে নতুন ভর্তি হয়েছে ৪৬ জন।
আজ ৩১ আগষ্ট স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কনট্রোল  রুম থেকে (৩০/৮/২০২১ সকাল ৮ টা থেকে ৩১/৮/২০২১ সকাল ৮ টা পর্যন্ত) পাঠানো  ডেঙ্গু রোগীর সর্বশেষ তথ্যে এসব জানানো হয়েছে।
এতে জানানো হয়, চলতি বছরের জানুয়ারি থেকে (১/১/২০২১-৩১/৮/২০২১) এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে মোট  ১০ হাজার ৩৫৬ জন রোগী ভর্তি হয়েছে।  এর মধ্যে একই সময়সীমায় এ পর্যন্ত হাসপাতাল থেকে সেবা নিয়ে এবং  ছাড়া পেয়ে  বাড়ি ফিরেছে ৯ হাজার ১১০ জন।
তথ্য অনুযায়ী দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট একহাজার ২০২ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।
এরমধ্যে ঢাকার  সরকারি হাসপাতালে  ও বেসরকারি ৪১টি হাসপাতালে ১০১৫ জন এবং অন্যান্য বিভাগের হাসপাতালগুলোতে বর্তমানে  ১৮৭ জন ভর্তি রয়েছে।