বাসস
  ০৫ আগস্ট ২০২১, ১১:৪৬
আপডেট  : ০৫ আগস্ট ২০২১, ১৩:৫০

শরীয়তপুরে ৭ আগস্ট থেকে ২১০টি কেন্দ্র টিকা প্রদান

শরীয়তপুর, ৫ আগস্ট, ২০২১ (বাসস) : আগামী ৭ আগস্ট থেকে শরীয়তপুরে ২১০টি কেন্দ্রে একযোগে ১৮ বছর উর্দ্ধদের ক্যাম্পেইনের প্রথম ডোজ করোনা টিকা প্রদান করা হবে।
শরীয়তপুর সিভিল সার্জন কার্যালয়ের জেলা ইপিআই সুপারিনটেনডেন্ট মো: মোজাম্মেল হক বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) কে জানান, আগামী ৭ আগস্ট  ৯ আগস্ট পর্যন্ত শরীয়তপুরে ২১০টি কেন্দ্র থেকে সরকার ঘোষিত করোনার প্রথম ডোজের টিকা প্রদান করা হবে। যথাযথভাবে টিকা প্রদান নিশ্চিত করতে আমরা মাঠ পর্যায়ের সকল কর্মীদেরকে প্রশিক্ষণ প্রদান করেছি। এ ছাড়াও টিকা সংরক্ষণ ও নিরাপদ ব্যবহারের কৌশল ও প্রয়োজনীয় সকল প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছে। ইতিমধ্যে স্বাস্থ্য অধিদপ্তর থেকে আমরা ৫৪ হাজার ডোজ সিনোফার্ম টিকা পেয়েছি।
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়