বাসস
  ২৪ জানুয়ারি ২০২৬, ২০:৩৫

আফ্রিকা এমপক্স জরুরি পরিস্থিতির কবলে নেই : আঞ্চলিক স্বাস্থ্য প্রধান

ঢাকা, ২৪ জানুয়ারি, ২০২৬ (বাসস) : আফ্রিকা সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের মহাপরিচালক জ্যঁ কাসেয়া শনিবার বলেছেন, আফ্রিকা এখন আর এমপক্স জনস্বাস্থ্য জরুরি পরিস্থিতির কবলে নেই। তবে ভাইরাসজনিত এই সংক্রমণ ‘নির্দিষ্ট কিছু এলাকায় বিদ্যমান’ রয়েছে।

আদ্দিস আবাবা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

এমপক্স পূর্বে মাঙ্কিপক্স নামে পরিচিত ছিল এবং এটি গুটিবসন্তের সঙ্গে সম্পর্কিত। ডব্লিউএইচও ২০২৪ সালের আগস্টে এমপক্সকে বৈশ্বিক জনস্বাস্থ্য জরুরি পরিস্থিতি ঘোষণা করেছিল। তখন প্রধানত ডিআর কঙ্গোতে দ্বিমুখী এমপক্স মহামারি ছড়িয়ে পড়ে।

কাসেয়া বলেন, আফ্রিকায় এ রোগ শনাক্তকরণ, চিকিৎসা এবং ২০২৪ সাল থেকে ১৬টি দেশে পাঁচ মিলিয়নেরও বেশি এমপক্স টিকা প্রদানের মাধ্যমে সক্ষমতা বৃদ্ধি পেয়ছে। 

তিনি এক বিবৃতিতে জানান, ওই পদক্ষেপের ফলে ২০২৫ সালের শুরুর দিক থেকে বছরের শেষ নাগাদ এ রোগে আক্রান্ত রোগীর সংখ্যা ৬০ শতাংশ কমেছে এবং আক্রান্তদের মধ্যে মৃত্যুর হার ২.৬ শতাংশ থেকে কমে ০.৬ শতাংশে নেমে এসেছে।

তিনি আরও বলেন, আঞ্চলিক জনস্বাস্থ্য জরুরি পরিস্থিতি তুলে নেওয়া মানে আফ্রিকায় এমপক্সের সমাপ্তি নয়। বরং এটি জরুরি প্রতিক্রিয়া থেকে একটি টেকসই, দেশীয় নেতৃত্বাধীন নির্মূলের পথে রূপান্তরের সংকেত। এমপক্স এখনো নির্দিষ্ট কয়েকটি এলাকায়  বিদ্যমান।

তিনি বলেন, অর্জিত সাফল্যকে সুসংহত করতে ও পুনরায় প্রাদুর্ভাব প্রতিরোধে অব্যাহত সতর্কতা, লক্ষ্যভিত্তিক বিনিয়োগ এবং উদ্ভাবন অপরিহার্য হবে।

ডব্লিউএইচও-এর তথ্য অনুযায়ী, এমপক্সের ৭৮ শতাংশ রোগী আফ্রিকায় শনাক্ত হয়েছে। এর মধ্যে ডিআর কঙ্গো, গিনি এবং মাদাগাস্কার সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে।