বাসস
  ২১ জানুয়ারি ২০২৬, ২০:৩২

তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের চিকিৎসা প্রদানে আইসিডিডিআর,বি’র পাশে ইস্পাহানি গ্রুপ

ছবি: আইসিডিডিআর,বি

ঢাকা, ২১ জানুয়ারি, ২০২৬ (বাসস) : তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের চিকিৎসা ও পুষ্টি পুনর্বাসনে সহায়তা দিতে আইসিডিডিআর,বি’র সঙ্গে অংশীদারিত্ব করেছে ইস্পাহানি গ্রুপ। 

এই সহযোগিতার আওতায় আইসিডিডিআর,বি ঢাকা হাসপাতালের নিউট্রিশন রিহ্যাবিলিটেশন ইউনিটে (এনআরইউ) চিকিৎসাধীন প্রায় ৩০০ তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুর চিকিৎসা ও পুষ্টি পুনর্বাসনে সহায়তা প্রদান করা হবে।

আজ আইসিডিডিআর,বি’র ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক ড. সারাহ মারিয়া সালওয়ের কাছে আনুষ্ঠানিকভাবে এই সহায়তা হস্তান্তর করেন ইস্পাহানি গ্রুপের পরিচালক জাহিদা ইস্পাহানি।

এছাড়া অনুষ্ঠানে ইস্পাহানি গ্রুপের পক্ষে আরো উপস্থিত ছিলেন- ওমর হান্নান, জেনারেল ম্যানেজার- সেলস অ্যান্ড মার্কেটিং, এইচ. এম. ফজলে রাব্বি ডেপুটি জেনারেল ম্যানেজার-মার্কেটিং (ব্র্যান্ড) এবং সুব্রত দেব ম্যানেজার-মার্কেটিং (ব্র্যান্ড)। 

আইসিডিডিআর,বি’র পক্ষ থেকে উপস্থিত ছিলেন হেড অব ডেভেলপমেন্ট আরমানা আহমেদসহ সিনিয়র লিডারশিপ টিমের সদস্যরা।

ইস্পাহানি গ্রুপের পরিচালক জাহিদা অনুষ্ঠানে বলেন, ‘ইস্পাহানি আইসিডিডিআর,বি এর নামের পরিধির চেয়েও অনেক বিস্তৃত কাজ করছে। প্রতিষ্ঠানটি যে ভালো কাজগুলো করছে, সেগুলোর জন্য আমি এর সর্বোচ্চ সাফল্য কামনা করি।’ 

জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসের জন্য প্রদত্ত এই সহায়তা বাংলাদেশের অন্যতম প্রধান জনস্বাস্থ্য সমস্যা-তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের চিকিৎসা ও পুষ্টি পুনর্বাসন সেবা প্রদানে আইসিডিডিআর,বি-কে সক্ষম করবে।

বাংলাদেশে শিশুদের অসুস্থতা ও মৃত্যুর অন্যতম প্রধান কারণ হলো অপুষ্টি। আইসিডিডিআর,বি’র গবেষণায় দেখা গেছে, তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুরা হাসপাতাল থেকে ডায়রিয়া ও নিউমোনিয়ার মতো গুরুতর রোগের সফল চিকিৎসা নিয়ে ফেরার পরও তাদের মৃত্যু ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেশি থাকে। এই ঝুঁকি কমাতে আইসিডিডিআর,বি ঢাকা হাসপাতালের এনআরইউ একটি প্রমাণভিত্তিক ও টেকসই পুষ্টি পুনর্বাসন কর্মসূচি পরিচালনা করে।