বাসস
  ০৩ জানুয়ারি ২০২৬, ২১:০৮
আপডেট : ০৩ জানুয়ারি ২০২৬, ২১:১২

বিএমইউর স্পেশালাইজড ক্লিনিক উদ্বোধন

ছবি : বাসস

ঢাকা, ৩ জানুয়ারি, ২০২৬ (বাসস) : বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) পূর্ব ক্যাম্পাসে (সাবেক বেতার ভবন) স্পেশালাইজড ক্লিনিক উদ্বোধন করা হয়েছে। 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম আজ এ স্পেশালাইজড ক্লিনিকের উদ্বোধন করেন।

এ ক্লিনিকে শুধুমাত্র বিএমইউর বহির্বিভাগ থেকে রেফার করা রোগীরাই প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিতে পারবেন। 

বিএমইউ কর্তৃপক্ষ জানিয়েছে, এখন থেকে প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত বিএমইউর বহির্বিভাগের রেফারকৃত রোগীরা রিউমাটোলজি কক্ষ নং ৯৭, জেরিয়াটিক মেডিসিন কক্ষ নং ৯৯, এরআরটি সেন্টার কক্ষ নং ৯৫ ও ৯৬, অপারেটিভ ডেন্টিস্ট্রি কক্ষ নং ২০, ডেন্টাল  (পেরিওডন্টোলজি ডিভিশন) কক্ষ নং ৯৮-এ চিকিৎসাসেবা নিতে পারবেন।
 
স্পেশালাইজড ক্লিনিক উদ্বোধনের পর বিএমইউ উপাচার্য ডা. শাহিনুল আলম পূর্ব ক্যাম্পাস ভবনের দ্বিতীয়তলার কনফারেন্স রুম ও তৃতীয়তলার ক্লাসরুমসমূহ পরিদর্শন করেন। 

এ সময় বিএমইউর উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. শামীম আহমেদ, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ইরতেকা রহমান, অতিরিক্ত পরিচালক (সুপার স্পেশালাইজড হাসপাতাল) ডা. মো. শাহিদুল হাসান বাবুল প্রমুখ উপস্থিত ছিলেন।