বাসস
  ১৩ ডিসেম্বর ২০২৫, ১৭:৫০

চট্টগ্রামে আন্তর্জাতিক হৃদরোগ কনফারেন্স শুরু সোমবার 

আন্তর্জাতিক কার্ডিওভাসকুলার কনফারেন্স ‘কার্ডিকন ২০২৫ আয়োজন উপলক্ষে শনিবার চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত । ছবি: বাসস

চট্টগ্রাম, ১৩ ডিসেম্বর, ২০২৫ (বাসস): চট্টগ্রাম সোসাইটি অব ইন্টাভেনশনাল কার্ডিওলজি’র (সিএসআইসি) উদ্যোগে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে হৃদরোগ ও তার চিকিৎসার প্রেক্ষাপটে আন্তর্জাতিক কার্ডিওভাসকুলার কনফারেন্স ‘কার্ডিকন ২০২৫’। 

আগামী সোমবার ও মঙ্গলবার দু’দিনব্যাপী এই বৈজ্ঞানিক কনফারেন্সে দেশি-বিদেশি প্রায় সাড়ে ৫০০ জনের অধিক চিকিৎসক অংশগ্রহণ করবেন। এতে উপস্থাপিত হবে ১০০টিরও বেশি গবেষণাপত্র। 

নগরীর পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু’তে এই কনফারেন্স অনুষ্ঠিত হবে। 

‘শ্রেষ্ঠত্বের দিকে পদক্ষেপ’ প্রতিপাদ্যে এবারের সম্মেলনে ২২টি সেশনে হৃদরোগ ব্যবস্থাপনার জন্য সামগ্রিক পদ্ধতি, মৌলিক, ক্লিনিক্যাল এবং হস্তক্ষেপমূলক দিক’সহ গবেষণামূলক প্রবন্ধ উপস্থাপন করা হবে। পাশাপাশি হাতে-কলমে প্রশিক্ষণ, ইকোকার্ডিওগ্রাফি কর্মশালা, ফেলোস কোর্স, ইসিজি সিম্পোজিয়াম, পোস্টার উপস্থাপন এবং সিডি উপস্থাপন করা হবে।

আজ শনিবার চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

কার্ডিকন সেন্ট্রাল অর্গানাইজিং কমিটির কো-অর্ডিনেটর ডা. কাজী শামীম আল মামুনের পরিচালনায় বক্তব্য দেন- কার্ডিকন সেন্ট্রাল অর্গানাইজিং কমিটির সভাপতি ডা. মো. নূর উদ্দিন তারেক, সিএসআইসি’র সভাপতি ডা. মোহাম্মদ ইব্রাহিম চৌধুরী, অর্গানাইজিং কমিটির সেক্রেটারি ডা. আ. ই. ম. নূর উদ্দিন জাহাঙ্গীর, সিএসআইসি জেনারেল সেক্রেটারি ডা. আনিসুল আউয়াল এবং সিএসআইসি জয়েন্ট সেক্রেটারি ও কার্ডিকন অর্গানাইজিং কমিটির ভাইস চেয়ারম্যান ডা. এস. এম ইফতেখারুল ইসলাম।

সংবাদ সম্মেলনে সিএসআইসি জেনারেল সেক্রেটারি ডা. আনিসুল আউয়াল জানান, আন্তর্জাতিক গবেষক পর্তুগালের প্রফেসর ফুয়াসটু জে পিন্টু, ইতালির প্রফেসর এন্থোনিও কলোম্বো, আমেরিকার ডা. রফিক আহমেদ, প্রফেসর চৌধুরী এইচ আহসান, মালয়েশিয়ার প্রফেসর ডা. সাজলি সাহলান বিন কাসিম ও ডা. মো. শাওয়াল ফাইজাল বিন দাতো মোহাম্মদ, ভিয়েতনামের ডা. ফেম নাত মিনহ, পাকিস্তানের ডা. গোলাম হুসাইন সোমরু, নেপালের ডা. অরুণ মাসকেই, ইন্ডিয়ার প্রফেসর অশোক শেঠ, ডা. অরিন্দম পান্ডে, ডা. আফতাব খান ও ডা. সৌম্য কান্তি রায় তাদের গবেষণাপত্র উপস্থাপন করবেন।

সংবাদ সম্মেলনে চমেক হাসপাতালের হৃদরোগ বিভাগের প্রধান ও কার্ডিকন সেন্ট্রাল অর্গানাইজিং কমিটির সভাপতি ডা. মো. নূর উদ্দিন তারেক বলেন, যে কনফারেন্স আয়োজন করা হচ্ছে- এর মাধ্যমে হৃদরোগ বিশেষজ্ঞরা আরো জ্ঞানসমৃদ্ধ হবেন। এতে হৃদরোগের চিকিৎসায় গুণগত পরিবর্তন আসবে। যা রোগী এবং চিকিৎসকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

সিএসআইসি’র সভাপতি ডা. মোহাম্মদ ইব্রাহিম চৌধুরী বলেন, চট্টগ্রামে দেড় শতাধিক হৃদরোগ চিকিৎসক রয়েছেন। যারা প্রতিদিন চট্টগ্রামের সরকারি-বেসরকারি হাসপাতালগুলোতে কার্ডিওভাস্কুলার রোগ চিকিৎসা দিচ্ছেন। আমরা মনে করি, এ কনফারেন্সের মাধ্যমে চিকিৎসকরা তাদের জ্ঞান কাজে লাগিয়ে রোগীদের গুণগত চিকিৎসা সেবা দিবেন।