বাসস
  ১২ ডিসেম্বর ২০২৫, ১৬:২৬

ডেঙ্গু আক্রান্ত আরও ২০০ জন হাসপাতালে ভর্তি 

ঢাকা, ১২ ডিসেম্বর, ২০২৫ (বাসস): গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২শ’ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৯ হাজার ৬৯৩ জন।

আজ (শুক্রবার) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় যারা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১৫ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৭৭ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৩২ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ২৪ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ২৫ জন এবং ময়মনসিংহ বিভাগে ২৭ জন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। চলতি বছর এ পর্যন্ত এ রোগে প্রাণ হারিয়েছেন ৪০৪ জন। 

গত ২৪ ঘন্টায় ২১৬ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ছাড়পত্র পেয়েছেন ৯৭ হাজার ৮৬৯ জন।