বাসস
  ০৯ ডিসেম্বর ২০২৫, ১৬:১৩

স্বাস্থ্য পেশাজীবীদের গবেষণা দক্ষতা বাড়াতে বিএমইউতে দুই দিনব্যাপী কর্মশালা

বিএমইউতে দুই দিনব্যাপী ‘ডাটা অ্যানালাইসিস ও গবেষণা প্রকাশনা দক্ষতা বৃদ্ধির জন্য স্বাস্থ্য পেশাজীবীদের সক্ষমতা উন্নয়ন কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে। ছবি : বিএমইউ

ঢাকা, ৯ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থার গবেষণা সক্ষমতা উন্নয়নে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি (বিএমইউ)-তে অনুষ্ঠিত হলো দুই দিনব্যাপী ‘ডাটা অ্যানালাইসিস ও গবেষণা প্রকাশনা দক্ষতা বৃদ্ধির জন্য স্বাস্থ্য পেশাজীবীদের সক্ষমতা উন্নয়ন কর্মশালা’। 

বিশ্ববিদ্যালয়ের নিওন্যাটোলজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডা. মো. আব্দুল মান্নানের নেতৃত্বে আয়োজিত এই কর্মশালা ৭ ও ৮ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের নিওন্যাটোলজি ট্রেনিং রুমে অনুষ্ঠিত হয়।

দেশের বিভিন্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে মোট ২৫ জন স্বাস্থ্যসেবা পেশাজীবী কর্মশালায় অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা এসেছেন বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি, ঢাকা মেডিকেল কলেজ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, মুগদা মেডিকেল কলেজ, মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল, কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল, কমিউনিটি বেইজড মেডিকেল কলেজ হাসপাতাল-ময়মনসিংহ, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট, ইনস্টিটিউট অব চাইল্ড অ্যান্ড মাদার হেলথ, নরসিংদী জেলা হাসপাতাল এবং ডা. এম আর খান শিশু হাসপাতাল অ্যান্ড আইসিএইচ থেকে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ডা. মো. আব্দুল কালাম আজাদ, বাংলাদেশ পেরিনেটাল সোসাইটির (বিপিএস) সভাপতি প্রফেসর ডা. লায়লা আরজুমান্দ বানু, বাংলাদেশ নিওনেটাল ফোরামের (বিএনএফ) সেক্রেটারি জেনারেল প্রফেসর মো. মজিবুর রহমান, কোষাধ্যক্ষ ডা. এম এ রউফ এবং বিএনএফ-এর সাবেক সেক্রেটারি জেনারেল প্রফেসর সঞ্জয় কুমার দে। তারা নবীন গবেষকদের গবেষণায় মনোযোগ, সততা ও আন্তর্জাতিক মানের বৈজ্ঞানিক লেখালেখি চর্চায় উৎসাহিত করেন।

কর্মশালায় আইসিডিডিআরবি’র মাতৃ ও শিশু স্বাস্থ্য বিভাগের ১২ জন বৈজ্ঞানিক কর্মকর্তা প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। অংশগ্রহণকারীরা হাতে-কলমে ডাটা বিশ্লেষণ, বৈজ্ঞানিক লেখালেখি, রেফারেন্স ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক জার্নালে গবেষণা প্রকাশের কৌশল সম্পর্কে প্রশিক্ষণ গ্রহণ করেন।

আয়োজকরা জানান, দেশের স্বাস্থ্যখাতে প্রমাণভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ ও মানোন্নয়নে গবেষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের সক্ষমতা উন্নয়নমূলক কর্মশালা স্বাস্থ্যসেবা কর্মীদের গবেষণায় আগ্রহ বৃদ্ধি, সেবার মান উন্নয়ন এবং মাতৃ-নবজাতক ও শিশুস্বাস্থ্য সেবায় ইতিবাচক প্রভাব ফেলবে।

কর্মশালাটি যৌথভাবে আয়োজন করে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির নিওনেটোলজি বিভাগ, বাংলাদেশ নিওনেটাল ফোরাম (বিএনএফ), বাংলাদেশ পেরিনেটাল সোসাইটি (বিপিএস) এবং আইসিডিডিআরবি।