বাসস
  ০১ ডিসেম্বর ২০২৫, ১৯:১৩

জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার দাবি 

ঢাকা, ১ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : জনস্বাস্থ্য সুরক্ষার স্বার্থে তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার দাবি জানিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। 

আজ সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা বলেন, ‘মানুষের মৃত্যু এবং রোগাক্রান্ত হওয়ার বিবেচনায় তামাক একটি ভয়াবহ সামগ্রী। দেশে তামাকজনিত রোগে প্রতি বছর মৃতের সংখ্যা করোনা মহামারিতে ৩ বছরের মোট মৃতের সংখ্যার চেয়ে প্রায় ১৪ গুণ। তাই জনস্বাস্থ্য সুরক্ষার স্বার্থে কার্যকর তামাক নিয়ন্ত্রণ অত্যাবশ্যক। আর এর জন্য প্রয়োজন একটি শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন।’

তারা আরও বলেন, দুই দশক ধরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের অভিজ্ঞতায় আইনটির কিছু দুর্বলতা চিহ্নিত হয়েছে। তাই জনস্বাস্থ্য সুরক্ষার স্বার্থে তামাক নিয়ন্ত্রণ আইনটিকে পুনঃসংশোধনের মাধ্যমে আরও শক্তিশালী করতে দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে হবে।

আইন শক্তিশালী করার উদ্যোগ নেওয়ায় সরকারের প্রতি কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা তামাক বিরোধী নীতি নির্ধারণে রাজস্ব আয়কে প্রাধান্য দেওয়ার সমালোচনা করেন। তারা বলেন, আধুনিক রাষ্ট্র চিন্তায় রাজস্ব আয় কখনোই জনস্বাস্থ্য এবং মানুষের মৃত্যুর চেয়ে ‘বড়’ বিবেচ্য হতে পারে না।

এমতাবস্থায় জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা তামাক কোম্পানির এই ভ্রান্ত প্রচারণা থেকে নীতি নির্ধারকদের সতর্ক থাকা এবং দেশের মানুষের স্বাস্থ্য রক্ষায় অবিলম্বে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন সংশোধনের মাধ্যমে শক্তিশালী করতে পদক্ষেপ গ্রহণ এবং দেশে একটি কার্যকর ও টেকসই তামাক কর ব্যবস্থা প্রবর্তনের জন্য কমপ্রিহেন্সিভ তামাক কর নীতি গ্রহণের আহ্বান জানান।

বাংলাদেশ ক্যান্সার সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. গোলাম মহিউদ্দিন ফারুক, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথ এন্ড ইনফরমেশনের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আতিকুল হক, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপ-উপাচার্য অধ্যাপক নওজিয়া ইয়াসমীন, স্টেট ইউনিভার্সিটি’র ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আনোয়ার হোসেন, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এবং রিসার্চ ইনস্টিটিউটের বিভাগীয় প্রধান (এপিডেমিওলজি) অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরীসহ ১৩ জন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ বিবৃতিতে স্বাক্ষর করেন।