শিরোনাম

রাজবাড়ী, ২২ নভেম্বর, ২০২৫ (বাসস) : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজবাড়ীতে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
জেলা ছাত্রদলের উদ্যোগে গতকাল শুক্রবার দিনব্যাপী রাজবাড়ী জেলা ডায়াবেটিক হাসপাতালের মাঠে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিপুল সংখ্যক মানুষ এ ক্যাম্প থেকে বিনামূল্যে চিকিৎসাসেবা নেন।
ক্যাম্পে জেলার চারজন অভিজ্ঞ চিকিৎসক বিনামূল্যে রোগীদের চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করেন। চিকিৎসক টিমের নেতৃত্ব দেন রাজবাড়ীর প্রখ্যাত মেডিসিন কনসালটেন্ট ডা. মো. ইকবাল হোসেন। দিনব্যাপী এই আয়োজনে ৫০০ এর অধিক মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ছাত্রদলের সভাপতি আরিফুল ইসলাম রোমান বলেন, তারেক রহমানের জন্মদিনে মানবিক সেবা কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পেরে আমরা আনন্দিত। তিনি স্বাস্থ্য সেবামূলক এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
যুবদল নেতা মোস্তাফিজুর রহমান লিখন বলেন, জনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামাজিক দায়বদ্ধতা থেকেই বিএনপিপন্থী সংগঠনগুলোর এমন উদ্যোগ গ্রহণ করে যাচ্ছে।