বাসস
  ১৭ নভেম্বর ২০২৫, ১৮:১৬

বিএমইউতে রোবটিক সার্জারি নিয়ে ইউনিভার্সিটি সেন্ট্রাল সেমিনার অনুষ্ঠিত

ছবি: বাসস

ঢাকা, ১৭ নভেম্বর, ২০২৫ (বাসস) : বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) ‘দি রোল অব রোবটিকস ইন সার্জারি’ শীর্ষক ইউনিভার্সিটি সেন্ট্রাল সেমিনারে বক্তারা বলেছেন, রোবটিক সার্জারি বাংলাদেশে তুলনামূলক নতুন হলেও উন্নত বিশ্বের চিকিৎসা ব্যবস্থায় এটি এখন বহুল ব্যবহৃত একটি আধুনিক পদ্ধতি। বাংলাদেশের চিকিৎসা সেবাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হলে সময়ের দাবি অনুযায়ী এ প্রযুক্তি বাস্তবায়নে উদ্যোগ নিতে হবে।

সেন্ট্রাল সেমিনার সাব কমিটির আয়োজনে আজ বিশ্ববিদ্যালয়ের এ ব্লক অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই সেমিনারে রোবটিক সার্জারির সুবিধা-অসুবিধা, বাস্তবতা, দেশের স্বাস্থ্যসেবায় এ প্রযুক্তির সম্ভাবনা ও প্রয়োজনীয়তা নিয়ে বিশেষজ্ঞরা বিস্তৃত আলোচনা করেন।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএমইউর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম। তিনি বলেন, বাংলাদেশে রোবটিক সার্জারি চালু করা এখন একটি বড় স্বপ্ন হলেও সম্মিলিত প্রচেষ্টায় এটি বাস্তবে রূপ দেওয়া সম্ভব।

তিনি বলেন, ‘আমাদের প্রথমেই জানতে হবে সার্জারি সেবায় আমরা কোথায় দাঁড়িয়ে আছি এবং আমাদের সক্ষমতা কতটুকু। বাস্তব মূল্যায়ন, দক্ষতা বৃদ্ধি এবং যথাযথ পরিকল্পনার মাধ্যমেই বিএমইউতে রোবটিক সার্জারি চালুর লক্ষ্য অর্জন করা যাবে।’ তিনি আশা প্রকাশ করেন, বর্তমান সময়ের একাডেমিক লিডাররা সঠিক নেতৃত্ব প্রদান করলে এ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সফলভাবে চালু হবে।

সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য দেন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার এবং সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. ইব্রাহীম সিদ্দিক।

তারা বলেন, চিকিৎসা প্রযুক্তির দ্রুত উন্নয়নের এই যুগে রোবটিক সার্জারিকে উপেক্ষা করার সুযোগ নেই। উন্নত সার্জারির ক্ষেত্রে রোবোটিক সিস্টেম এক বিপ্লব ঘটাতে পারে। তবে তারা সতর্ক করে বলেন, প্রযুক্তির পাশাপাশি সার্জন ও সংশ্লিষ্ট জনবলকে বিশেষ প্রশিক্ষণ ও দক্ষতা অর্জন করতে হবে, তাহলেই রোগীরা এ প্রযুক্তির সর্বোচ্চ সুফল পাবে।

সেমিনারে ‘রোবটিক সার্জারি : আওয়ার পার্সপেক্টিভ’ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন জেনারেল সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ ফারুক ইশতিয়াক এবং ‘দি রোল অব রোবটিকস ইন সার্জারি’ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন কলোরেক্টাল সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. কৃষ্ণ পদ সাহা।

তারা তাদের গবেষণাপত্রে জানান, রোবোটিক সার্জারির মাধ্যমে খুব ছোট ছিদ্র দিয়ে অপারেশন করা যায়, জটিলতার ঝুঁকি কম থাকে, রোগী দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারেন এবং রক্তপাতের হার উল্লেখযোগ্যভাবে কমে। পাশাপাশি সার্জনের জন্যও রয়েছে উন্নত ত্রিমাত্রিক ভিউ, হাত কাঁপার ঝুঁকি না থাকা, নিখুঁত মুভমেন্ট, দীর্ঘসময় আরামদায়ক ভঙ্গিতে অপারেশন করার সুবিধা এবং দূরবর্তী স্থান থেকেও বিশেষজ্ঞ সার্জনের নির্দেশনা পাওয়ার সুযোগ।

সেমিনারের সভাপতিত্ব করেন সেন্ট্রাল সেমিনার সাব কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডা. আফজালুন নেসা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. দীনে মুজাহিদ মো. ফারুক ওসমানী। সার্জারি অনুষদ, বিভিন্ন বিভাগের শিক্ষক, স্নাতকোত্তর শিক্ষার্থী এবং গবেষকদের উপস্থিতিতে সেমিনারটি প্রাণবন্ত হয়ে ওঠে।