শিরোনাম

ঢাকা ৮ নভেম্বর ২০২৫ (বাসস) : বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্ট নিয়োগে তাগিদপত্র দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
সম্প্রতি স্বাস্থ্য সেবা বিভাগের প্রশাসন-১ শাখার উপ-সচিব সুজিৎ দেবনাথ স্বাক্ষরিত এ তাগিদপত্র স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে।
তাগিদপত্রে বলা হয়, উপর্যুক্ত বিষয় ও সূত্রোক্ত স্মারকের পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য অধিদপ্তরাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে ১১তম গ্রেডের সরাসরি নিয়োগযোগ্য মেডিকেল টেকনোলজিস্ট বা ফার্মাসিস্ট শূন্য পদে জনবল নিয়োগের নিমিত্তে পদ সৃজনের আদেশের কপি সংগ্রহপূর্বক নির্ধারিত ছকে নির্ভুল তথ্যাদি, পদ সৃজনের আদেশের কপিসহ (প্রস্তাবিত পদসমূহ ভিন্ন কালিতে চিহ্নিত করতে হবে) এ বিভাগে প্রস্তাব প্রেরণের জন্য অনুরোধ জানানো হয়।
পত্রের আলোকে প্রয়োজনীয় তথ্যাদি জরুরিভিত্তিতে প্রেরণের জন্য অনুরোধ জানানো হয়।