বাসস
  ০৮ নভেম্বর ২০২৫, ১৮:২৩

ডেঙ্গু আক্রান্ত হয়ে আজ হাসপাতালে ভর্তি ৮৩৪ জন

ঢাকা, ৮ নভেম্বর, ২০২৫ (বাসস) : গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে কারও মৃত্যু হয়নি। একই সময়ে দেশে ৮৩৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১৬৭ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১০৩ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ২২৯ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ২০৩ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ৬০ জন এবং ময়মনসিংহ বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৭২ জন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ৮১৯ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর এ পর্যন্ত মোট ৭৩ হাজার ৭৮৫ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

চলতি বছর এ পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৭৭ হাজার ৩৪৮ জন। এর মধ্যে ৬৫ শতাংশ পুরুষ ও ৩৫ শতাংশ নারী।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে মোট ৩০৭ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুর তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, বিগত ২০২৪ সালে ডেঙ্গুতে ৫৭৫ জন মারা গেছে ও আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ১ হাজার ২১৪ জন। মৃত্যুর এ সংখ্যা ডেঙ্গুর গত ২৪ বছরের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ও রোগী তৃতীয় সর্বোচ্চ। এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে সর্বোচ্চ মৃত্যু ২০২৩ সালে ১ হাজার ৭০৫ জন এবং রোগী ছিল ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।