বাসস
  ০৮ নভেম্বর ২০২৫, ১৭:১৪

বিএমইউতে আন্তর্জাতিক রেডিওলজি দিবস ২০২৫ উদযাপিত

ঢাকা, ৮ নভেম্বর, ২০২৫ (বাসস) : বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)-তে আজ শনিবার বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক রেডিওলজি দিবস ২০২৫ উদযাপিত হয়েছে।

বাংলাদেশ সোসাইটি অব রেডিওলজি এন্ড ইমেজিং-এর উদ্যোগে দিবসটি উপলক্ষ্যে সকালে বিএমইউ ক্যাম্পাসে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমইউর ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম। বিশেষ অতিথি ছিলেন বিএমইউর কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, সম্মানিত রেজিস্ট্রার ও বিশিষ্ট রেডিওলজিস্ট অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম।

র‌্যালিতে বিএমইউর রেডিওলজি ও ইমেজিং বিভাগের শিক্ষকবৃন্দ, চিকিৎসক, রেসিডেন্ট চিকিৎসক, বাংলাদেশ সোসাইটি অব রেডিওলজি এন্ড ইমেজিং-এর নেতৃবৃন্দ এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

র‌্যালি শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, আধুনিক চিকিৎসা বিজ্ঞানে রেডিওলজি রোগ নির্ণয়ের একটি অত্যাবশ্যক অংশ। চিকিৎসার সঠিক দিকনির্দেশনা ও কার্যকারিতা নির্ভর করে সঠিকভাবে রোগ শনাক্তকরণের ওপর, আর সেই কাজটি রেডিওলজিস্ট ও ইমেজিং বিশেষজ্ঞরা অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে সম্পাদন করে থাকেন।

বক্তারা আরও বলেন, এক্স-রে, সিটি স্ক্যান, এমআরআই, আলট্রাসাউন্ডসহ অসংখ্য আধুনিক পরীক্ষা-নিরীক্ষা এবং তার সঠিক ও নির্ভুল রিপোর্ট প্রদান এখন উন্নত চিকিৎসার মূল ভিত্তি। রেডিওলজি বিভাগ শুধু রোগ নির্ণয়েই নয়, চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্যবিষয়ক গবেষণায়ও গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

বিএমইউর ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম বলেন, ‘রেডিওলজি হচ্ছে আধুনিক চিকিৎসাবিজ্ঞানের প্রাণকেন্দ্র। রোগ নির্ণয়ের ক্ষেত্রে রেডিওলজির অবদান ছাড়া আধুনিক স্বাস্থ্যসেবা কল্পনাও করা যায় না। সময়ের সঙ্গে তাল মিলিয়ে রেডিওলজি শিক্ষা ও গবেষণাকে আরও এগিয়ে নিতে হবে।’

সমাবেশে বক্তারা চিকিৎসা ব্যবস্থায় অত্যাধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষিত জনবল বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেন। তারা বলেন, উন্নত ইমেজিং প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে রোগ নির্ণয়ের মান আরও উন্নত হবে এবং জনগণ আরও নির্ভরযোগ্য চিকিৎসাসেবা পাবে।

আয়োজনে বিএমইউ রেডিওলজি বিভাগের শিক্ষার্থী ও চিকিৎসকরা রেডিওলজি সচেতনতা বৃদ্ধির নানা বার্তা সম্বলিত প্ল্যাকার্ড ও ব্যানার প্রদর্শন করেন।