শিরোনাম

ঢাকা, ৭ নভেম্বর, ২০২৫ (বাসস): বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি (বিএমইউ)-এর ক্লিনিক্যাল অনকোলজি বিভাগে প্রোস্টেট ও হেড-নেক ক্যান্সারের আধুনিক ও প্রমাণভিত্তিক চিকিৎসা বিষয়ে তিন দিনব্যাপী এক একাডেমিক সেশন অনুষ্ঠিত হয়েছে।
‘প্রোস্টেট ক্যান্সার এবং মাথা ও ঘাড়ের ক্যান্সারের প্রমাণ-ভিত্তিক চিকিৎসার সংক্ষিপ্তসার’ শীর্ষক এ সেশনটি ৩ থেকে ৫ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে আয়োজন করা হয়।
সেশনে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন— যুক্তরাজ্যের সাউথএন্ড ইউনিভার্সিটি হাসপাতালের কনসালট্যান্ট ক্লিনিক্যাল অনকোলজিস্ট ডা. ইমতিয়াজ আহমেদ।
তিনি আন্তর্জাতিক গাইডলাইনভিত্তিক চিকিৎসা পদ্ধতি, ক্যান্সার রোগীর স্টেজিং ও রিস্ক স্ট্রাটিফিকেশন, আধুনিক রেডিওথেরাপি প্রযুক্তি এবং সিস্টেমিক থেরাপির সাম্প্রতিক অগ্রগতি বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
তিন দিনের এ সেশনে বিশেষ গুরুত্ব দেওয়া হয় আন্তর্জাতিকভাবে স্বীকৃত চিকিৎসা নির্দেশনা, আধুনিক রেডিওথেরাপি স্ট্রাটেজি, সিস্টেমিক থেরাপির সর্বশেষ আপডেট ও রোগী ব্যবস্থাপনায় বেস্ট প্র্যাকটিস বিষয়ে।
অংশগ্রহণকারীরা এতে হাতে-কলমে প্রশিক্ষণ ও ক্লিনিক্যাল কেস আলোচনায় অংশ নিয়ে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান।
প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমইউ-এর প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ।
তিনি বলেন, ‘এ ধরনের উচ্চমানের বৈজ্ঞানিক সেশন আমাদের রেসিডেন্টদের চিকিৎসাবিজ্ঞানের সাম্প্রতিক উন্নয়ন সম্পর্কে ধারণা দেয় এবং তাদের হাতে-কলমে শেখার সুযোগ তৈরি করে। আমরা চাই, তিনি আবারও বাংলাদেশে এসে আমাদের সঙ্গে কাজ করবেন।’
তিনি আরও বলেন, ‘একজন অনকোলজিস্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো আধুনিক প্রমাণভিত্তিক চিকিৎসা, আন্তর্জাতিক গাইডলাইন, রেডিওথেরাপি ও সিস্টেমিক থেরাপির সাম্প্রতিক অগ্রগতি সম্পর্কে জানা।
আপডেটেড জ্ঞানই একজন চিকিৎসককে রোগীর জন্য সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে।’
অনুষ্ঠানে বিএমইউ-এর ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ মো. আকরাম হোসেনসহ বিভাগের শিক্ষক, চিকিৎসক, এমডি ও এফসিপিএস রেসিডেন্টরা অংশগ্রহণ করেন।