শিরোনাম

চট্টগ্রাম, ২ নভেম্বর, ২০২৫ (বাসস) : চট্টগ্রামে একদিনের ব্যবধানে আরো ৪১ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ৫৯২ জন।
আজ রোববার বিকেলে চট্টগ্রাম সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী এ তথ্য নিশ্চিত করে বলেন, নগরের পাঁচটি বেসরকারি হাসপাতালে একদিনে ৪১ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। আক্রান্তদের মধ্যে ২১ জন পুরুষ, ১৪ জন নারী ও ৬ জন শিশু রয়েছে।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম জেলায় এখন পর্যন্ত (চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২ নভেম্বর পর্যন্ত) ৩ হাজার ৫৯২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। মোট আক্রান্তের মধ্যে মহানগরের ১ হাজার ৯২১ জন ও বিভিন্ন উপজেলার ১ হাজার ৬৭১ জন রয়েছে। এর মধ্যে ১ হাজার ৮৮০ জন পুরুষ, ১ হাজার ৮৬ জন নারী ও ৬২৬ জন শিশু রয়েছে।
এখন পর্যন্ত ডেঙ্গুতে ২০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১১ জন পুরুষ, ছয়জন নারী ও তিনজন শিশু রয়েছে।