বাসস
  ২৩ সেপ্টেম্বর ২০২১, ১৮:১২

গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে রোগী ভর্তি ২৫৪ জন

ঢাকা, ২৩ সেপ্টেম্বর, ২০২১ (বাসস):  গত ২৪ ঘন্টায় ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে  নতুন রোগী ভর্তি হয়েছে ২৫৪ জন।
এর মধ্যে রাজধানী ঢাকায় ১৯৭ জন এবং অন্যান্য বিভাগে নতুন ভর্তি হয়েছে ৫৭ জন।
আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কনট্রোল রুম থেকে এতথ্য জানানো হয়েছে। খবর সংবাদ বিজ্ঞপ্তির।
এতে জানানো হয়, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে মোট  ১৬ হাজার ৭০৫ জন রোগী ভর্তি হয়েছে।  এর মধ্যে একই সময়ে এ পর্যন্ত হাসপাতাল থেকে সেবা নিয়ে এবং  ছাড়প্রাপ্ত নিয়ে বাড়ি ফিরেছে ১৫ হাজার ৫৯৭ জন। দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট এক হাজার ৪৯ জন ডেগু রোগী ভর্তি রয়েছে।
 এরমধ্যে ঢাকার সরকারি ও বেসরকারি ৪৫টি হাসপাতালে ৮৩৬ জন এবং অন্যান্য বিভাগের হাসপাতালগুলোতে ২১৩ জন ভর্তি রয়েছে।  এই সময়ে  মোট মৃত্যুর সংখ্যা ৫৯ জন। 
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়