ময়মনসিংহ, ৬ সেপ্টেম্বর, ২০২১ (বাসস) : ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় আগামীকাল থেকে ওয়ার্ড পর্যায়ে ২য় ডোজের মর্ডানা টিকা প্রদান শুরু হবে।
গত ৭, ৮ ও ৯ আগস্ট ওয়ার্ড পর্যায়ের গণটিকা কার্যক্রমে যারা মর্ডানা টিকার ১ম ডোজ নিয়েছিলেন তারাই শুধু এ কার্যক্রমে ২য় ডোজের টিকা নিতে পারবেন। সিটি কর্পোরেশন সূত্র জানায় এই টিকাদান কার্যক্রম ৯ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।
প্রত্যেক টিকা গ্রহিতাকে নির্ধারিত তারিখে এবং পূর্বে যে কেন্দ্রে টিকা নিয়েছেন সে কেন্দ্রে টিকা গ্রহণ করতে হবে। এক্ষেত্রে তারিখ বা কেন্দ্র পরিবর্তনের কোন সুযোগ নেই।
এবারও ৩৩টি ওয়ার্ডের পূর্বের ৩৩টি কেন্দ্রের ৬৬টি বুথে টিকা প্রদান করা হবে। ৬৬টি জন নার্স এবং ৯৯ জন স্বেচ্ছাসেবী ও সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারিগণ টিকা কার্যক্রম পরিচালনা করবেন। এ কাজের সফলতায় সকলের সহযোগিতা কামনা করেছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু।