শিরোনাম

ঢাকা, ১০ নভেম্বর, ২০২৫ (বাসস) : ভারত থেকে বাংলাদেশিদের তাড়িয়ে দেওয়ার দৃশ্য দাবিতে ভিন্ন ভিডিও ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ।
বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ায় দায়িত্বে নিয়োজিত ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে এ তথ্য উঠে এসেছে। ফ্যাক্টওয়াচ হল একটি স্বাধীন ফ্যাক্ট-চেকিং সত্তা। যা লিবারেল আর্টস বাংলাদেশ বিশ্ববিদ্যালয় অনুমোদিত এবং সেন্টার ফর ক্রিটিক্যাল অ্যান্ড কোয়ালিটিভেটিভ স্টাডিজ (সিকিউএস) দ্বারা পরিচালিত।
ফ্যাক্টওয়াচ জানায়, বাস্তবে এটা পশ্চিমবঙ্গের এক বিজেপি নেতা কর্তৃক কয়েকজন গরু ব্যবসায়ীকে হেনস্তা করার ভিডিও। ভারত থেকে বাংলাদেশিদের তাড়িয়ে দেওয়ার দৃশ্য দাবিতে ভিন্ন ভিডিও প্রচার শনাক্ত করা হয়েছে।
ফ্যাক্টওয়াচ অনুসন্ধান টিম জানায়, সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওর ক্যাপশনে দাবি করা হচ্ছে, এটা পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশিদের তাড়িয়ে দেওয়ার দৃশ্য।
কিন্তু, ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে যে বাস্তবে এটা পশ্চিমবঙ্গের এক বিজেপি নেতা কর্তৃক কয়েকজন গরু ব্যবসায়ীকে হেনস্তা করার ভিডিও। এই ঘটনায় পারিজাত গাঙ্গুলী নামের এই নেতাকে গ্রেফতারও করা হয়েছিল। এই ভিডিওর সঙ্গে ভারত থেকে বাংলাদেশিদের তাড়িয়ে দেওয়ার কোনো সম্পর্ক নেই। তাই ফ্যাক্টওয়াচের বিবেচনায় আলোচিত পোস্টগুলো মিথ্যা।
ফ্যাক্টওয়াচের অনুসন্ধান টিম আরো জানায়, ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওটি থেকে বিভিন্ন কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করা হয়। এর ফলে আমাদের বাংলা নামের একটি ফেসবুক পেজে এই ভিডিওটির অনুরূপ একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ক্যাপশনে উল্লেখ করা হয় ‘দুর্গাপুরে পারিজাত গাঙ্গুলীর দাদাগিরি দেখুন।’ এই সূত্র অনুযায়ী, প্রাসঙ্গিক কিছু কি-ওয়ার্ড ধরে অনুসন্ধান করে ইন্ডিয়া টুডের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে চলতি বছরের ২ আগস্ট প্রকাশিত এই একই ঘটনা সম্পর্কিত একটি ভিডিও রিপোর্ট খুঁজে পাওয়া যায়। রিপোর্ট অনুসারে, ভিডিওটি ভারতের পশ্চিম বর্ধমানের দুর্গাপুর এলাকার। সেখানে কয়েকজন গরু ব্যবসায়ীদের ‘গরু পাচারকারী’ সন্দেহে গলায় দড়ি বেঁধে অপদস্থ করার ঘটনা ঘটে। আলোচিত এই ঘটনা সম্পর্কে চলতি বছরের ১১ আগস্ট হিন্দুস্থান টাইমস বাংলা এ প্রকাশিত একটি রিপোর্টে উল্লেখ করা হয়, এই ঘটনায় মূল অভিযুক্ত বিজেপির যুবনেতা পারিজাত গাঙ্গুলী, যাকে পুলিশ গ্রেফতার করে। গরু ব্যবসায়ীদের হেনস্থার ঘটনাটি ঘটেছিল চলতি বছরের ৩১ জুলাই।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া ভিডিও, খবর ও গুজব ছড়ানোর ঘটনা বৃদ্ধি পেয়েছে। এসব বিষয় নজরে এলে ফ্যাক্ট চেক করে সত্য তুলে ধরাসহ গুজব প্রতিরোধে কাজ করে যাচ্ছে ফ্যাক্টওয়াচ।