বাসস
  ০৬ নভেম্বর ২০২৫, ১২:৫২

পুরোনো ভিডিও ছড়িয়ে মিথ্যা দাবি প্রচার করে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত 

ঢাকা, ৬ নভেম্বর, ২০২৫ (বাসস) : পুরোনো ভিডিও ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা দাবি ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ।

বাংলাদেশে চলমান গুজব, ভুয়া খবর ও অপতথ্য প্রতিরোধ করে জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ায় দায়িত্বে নিয়োজিত ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে এ তথ্য উঠে এসেছে। 

ফ্যাক্টওয়াচ হল একটি স্বাধীন ফ্যাক্ট-চেকিং সত্তা, যা লিবারেল আর্টস বাংলাদেশ বিশ্ববিদ্যালয় অনুমোদিত এবং সেন্টার ফর ক্রিটিকাল অ্যান্ড কোয়ালিটিভেটিভ স্টাডিজ (সিকিউএস) দ্বারা পরিচালিত।

ফ্যাক্টওয়াচ জানায়, সম্প্রতি ফেসবুকে কিছু ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে অগ্নিসংযোগ ও আন্দোলনের দৃশ্য দেখা যাচ্ছে। দাবি করা হচ্ছে যে, মনোনয়ন না পাওয়ায়. বিএনপি’র বিভিন্ন নেতার সমর্থকেরা চট্টগ্রাম, সিলেট ও নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানের বাস-ট্রেনে আগুন দিয়েছে।

ফ্যাক্টওয়াচ অনুসন্ধান টিম জানায়, বিএনপি সমর্থকদের বাস-ট্রেনে আগুন দেওয়ার দাবিতে পুরোনো ভিডিও প্রচার করা হচ্ছে। দাবিকৃত ভিডিওগুলো পুরোনো ও ভিন্ন ভিন্ন ঘটনার।

ভিডিওটির কয়েকটি কি-ফ্রেমের সাহায্যে রিভার্স ইমেজ সার্চে দৈনিক প্রথম আলোতে ২০২৪ সালের ৬ জানুয়ারি প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন পাওয়া যায়। 

‘ঢাকায় আবার চলন্ত ট্রেনে আগুন, প্রাণ গেল চার জনের’ শিরোনামের ওই প্রতিবেদনে বলা হয়, রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনে দুই নারী ও এক শিশুসহ অন্তত চারজনের মৃত্যু হয়েছে। 

২০২৪ সালের ৫ জানুয়ারি, শুক্রবার রাত ৯টার দিকে চলন্ত ট্রেনটিতে দুর্বৃত্তরা আগুন দেয়। 

দাবিকৃত ভিডিওটির সঙ্গে ওই প্রতিবেদনটির ভিডিওর মিল পাওয়া যায়। 

এ ছাড়া সময় টিভির ইউটিউব চ্যানেলেও ২০২৪ সালের ৫ জানুয়ারি প্রকাশিত একটি প্রতিবেদনে আলোচিত ভিডিওটি পাওয়া যায়। 

গত ৩ নভেম্বর চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনের বিএনপি’র মনোনয়ন বঞ্চিত আসলাম চৌধুরীর সমর্থকরা সড়ক ও রেলপথ অবরোধ করে। 

ওই সময় বেশকিছু ট্রেন আটকা পড়লেও কোনো ট্রেনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেনি।

ফ্যাক্টওয়াচ অনুসন্ধান টিম শনাক্ত করেছে যে, মনোনয়ন না পেয়ে বিএনপি’র নেতাকর্মীরা আগুন দেওয়ার দাবিতে প্রচারিত ভিডিওটি পুরোনো ও ভিন্ন ঘটনার।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া ভিডিও, খবর ও গুজব ছড়ানোর ঘটনা বৃদ্ধি পেয়েছে। 

এসব বিষয় নজর এলে ফ্যাক্ট চেক করে সত্য তুলে ধরাসহ গুজব প্রতিরোধে কাজ করে যাচ্ছে ফ্যাক্টওয়াচ।

গত বছর থেকে ভারতীয় গণমাধ্যম ও ভারত থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম, এর পাশাপাশি দেশেও বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট থেকে বাংলাদেশকে জড়িয়ে, অন্তর্বর্তীকাল সরকার, চব্বিশের আন্দোলনে অংশ নেওয়া দল ও সংগঠনের বিরুদ্ধে গুজব ও ভুয়া তথ্য প্রচারের হার বৃদ্ধি পেয়েছে বলে প্রমাণ পেয়েছে ফ্যাক্টওয়াচ।