বাসস
  ১৩ অক্টোবর ২০২৫, ১১:১৮

আরটিভি’র ফটোকার্ড এডিট করে গুজব ছড়ানোর অপচেষ্টা শনাক্ত ফ্যাক্টওয়াচের

ছবি: ফ্যাক্টওয়াচ

ঢাকা, ১৩ অক্টোবর, ২০২৫ (বাসস) : আরটিভি’র ভিন্ন একটি ফটোকার্ড এডিট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি ও গুজব ছড়ানোর অপচেষ্টা শনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ।

বাংলাদেশে চলমান গুজব, ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ ও জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ায় দায়িত্বে নিয়োজিত ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে এ তথ্য উঠে এসেছে। 

ফ্যাক্টওয়াচ হল একটি স্বাধীন ফ্যাক্ট-চেকিং সত্তা, যা লিবারেল আর্টস বাংলাদেশ বিশ্ববিদ্যালয় অনুমোদিত এবং সেন্টার ফর ক্রিটিকাল অ্যান্ড কোয়ালিটিভেটিভ স্টাডিজ (সিকিউএস) দ্বারা পরিচালিত।

ফ্যাক্টওয়াচ জানায়, সম্প্রতি ফেসবুকে ‘আরটিভি’র ফটোকার্ডের আদলে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়তে দেখা যাচ্ছে। কার্ডে মার্কিন প্রেসিডেন্টের ছবিসহ লেখা— ‘৭ দিনের ভিতর শেখ হাসিনার হাতে ক্ষমতা বুঝিয়ে দিতে হবে।’ 

এই অংশের পরে কোনো স্পেস অথবা যতিচিহ্ন না দিয়ে লেখা— ‘ট্রাম্পের নির্দেশ’। 

ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে, আরটিভি’র ভিন্ন একটি ফটোকার্ড এডিট করে এটি বানানো হয়েছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া ভিডিও, খবর ও গুজব ছড়ানোর ঘটনা বৃদ্ধি পেয়েছে। 

এসব বিষয় নজরে এলে ফ্যাক্ট চেক করে সত্য তুলে ধরাসহ গুজব প্রতিরোধে কাজ করে যাচ্ছে ফ্যাক্টওয়াচ।