শিরোনাম
ঢাকা, ২৪ জুলাই, ২০২৫ (বাসস): আওয়ামী লীগের অফিসিয়াল পেইজগুলো লাশ গুম সংক্রান্ত গুজবে সক্রিয়। বিষয়টি শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।
বাংলাফ্যাক্ট অনুসন্ধান টিম জানায়, উত্তরায় বিমান বিধ্বস্তের পর এই হৃদয়বিদারক ঘটনাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপতথ্য ছড়াচ্ছে আওয়ামী লীগ।
‘লাশ গুম’-এর কোনো প্রমাণ না থাকলেও, দলটির অফিশিয়াল ফেসবুক পেইজে এ সংক্রান্ত অন্তত ২১টি পোস্ট রয়েছে। শিক্ষার্থীদের আন্দোলন ইস্যুতে অপতথ্য ও উসকানিমূলক বক্তব্য রয়েছে ১১টি পোস্টে। নিষিদ্ধ ছাত্রলীগের অফিশিয়াল পেইজ থেকে ‘লাশের সংখ্যা’ ও ‘আন্দোলনের পরিস্থিতি’ নিয়ে যথাক্রমে ১৫টি ও ৬টি অতিরঞ্জিত পোস্ট করা হয়। এছাড়া সজীব ওয়াজেদ জয় একটি ভুয়া তথ্য শেয়ার করেন, যেখানে দাবি করা হয় আন্দোলনে একজন নিহত হয়েছেন। পুলিশের অ্যাকশন নিয়েও তিনি অপতথ্য ছড়িয়েছেন আরও অন্তত ৫টি পোস্টে।
ফলে দলটির অফিশিয়াল ফেসবুক পেইজগুলোর কার্যক্রম থেকে এটি স্পষ্ট যে শত শত লাশ লুকানো হয়েছে তারা এমন একটি গুজব ছড়িয়ে শিক্ষার্থীদের বিক্ষুব্ধ করতে চাইছে বলে বাংলাফ্যাক্টের অনুসন্ধানে উঠে এসেছে।
বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ায় দায়িত্ব পালন করছে বাংলাফ্যাক্ট।