শিরোনাম

ঢাকা, ২৯ ডিসেম্বর, ২০২৫ (বাসস): বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আগামীকাল মঞ্চায়িত হবে যাত্রাপালা ‘প্রেমের সমাধি তীরে’।
একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটে মাগুরার মোহাম্মদপুরের ‘উর্মি অপেরা’ মঞ্চায়ন করবে যাত্রাপালা ‘প্রেমের সমাধি তীরে’।
সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় দেশের নানা প্রান্ত থেকে নিবন্ধন প্রক্রিয়ায় অংশ নিতে আসা যাত্রা দলগুলোর অংশগ্রহণে মাসজুড়ে যাত্রাপালা প্রদর্শনী চলবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত।
এদিকে, আজ বেলা ৩টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে লক্ষ্মীপুরের রায়পুরের ‘সুবচন যাত্রা ইউনিট’ মঞ্চায়ন করেছে যাত্রাপালা ‘মেঘে ঢাকা তারা’। পালাটির পালাকার রঞ্জন দেবনাথ এবং পরিচালনায় ছিলেন মো: কবির খাঁন।