বাসস
  ২৮ ডিসেম্বর ২০২৫, ২১:২৭

শিল্পকলায় আগামীকাল মঞ্চায়িত হবে যাত্রাপালা ‘মেঘে ঢাকা তারা’ এবং ‘হাসি হাটে কান্না’

ছবি : বাসস

ঢাকা, ২৮ ডিসেম্বর ২০২৫ (বাসস) : আগামীকাল শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে বিকেল ৩টায় লক্ষ্মীপুর রায়পুরের ‘সুবচন যাত্রা ইউনিট’ মঞ্চায়ন করবে যাত্রাপালা ‘মেঘে ঢাকা তারা’।

একই দিন সন্ধ্যা সাড়ে ছয়টায় একই স্থানে অভয়নগর যশোরের ‘ভৈরব অপেরা’ মঞ্চায়ন করবে যাত্রাপালা ‘হাসি হাটে কান্না’।

সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় দেশের নানা প্রান্ত থেকে নিবন্ধন প্রক্রিয়ায় অংশ নিয়ে আসা যাত্রা দলগুলোর অংশগ্রহণে মাসজুড়ে যাত্রাপালা প্রদর্শনী চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত।

এদিকে, আজ বেলা ৩টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে তাড়াইল কিশোরগঞ্জের ‘ভাটি বাংলা অপেরা’ মঞ্চায়ন করে যাত্রাপালা ‘আপন-দুলাল’। যাত্রাপালাটির পালাকার ছিলেন আমজাদ হোসেন এবং পরিচালনায় করেছেন মাজহারুল ইসলাম।

সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটে একই স্থানে রঘুনাথপুর গোপালগঞ্জের ‘বিণাপাণী যাত্রাপার্টি’ মঞ্চায়ন করে যাত্রাপালা ‘জেল থেকে বলছি’। পালাটির পালাকার উদয় ভানু এবং পরিচালনায় ছিলেন বাবু শিশির বিশ্বাস।