শিরোনাম

ঢাকা, ২৬ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : ‘নতুন গল্পের সন্ধানে’ শিরোনামে শিল্প, সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক জার্নাল প্রতিধ্বনি গল্প পুরস্কার ২০২৫ বিজয়ীর নাম ঘোষণা করা হয়েছে।
আজ রাজধানীর প্রতিধ্বনি কার্যালয়ে চূড়ান্ত বিজয়ীর নাম ঘোষণা করা হয়।
পুরস্কার বিজয়ীকে সম্মাননা হিসেবে ১০০ মার্কিন ডলার বা সমমানের বাংলাদেশি টাকা প্রদান করা হবে।
এক বিবৃতিতে জানানো হয়েছে, প্রতিধ্বনি গল্প পুরস্কার ২০২৫-এ যারা গল্প পাঠিয়ে, বিচার প্রক্রিয়ায় অংশ নিয়ে এবং নেপথ্যে-প্রকাশ্যে নানাভাবে সহযোগিতা করেছেন, আমরা সবার কাছে অশেষ কৃতজ্ঞ। প্রত্যাশা করি, ভবিষ্যতেও আপনাদের সার্বিক সহযোগিতা ও ভালোবাসায় প্রতিধ্বনির যাত্রাপথ আরো দীর্ঘ ও সুন্দর হবে। প্রতিধ্বনি গল্প পুরস্কার ২০২৫-এর চূড়ান্ত বিচারক ছিলেন— লেখক, অনুবাদক ও সমালোচক পলাশ মাহমুদ।
বিবৃতিতে আরো বলা হয়, প্রতিধ্বনি গল্প পুরস্কার ২০২৫-এর বিজয়ী রোমেল রহমানের গল্প ‘কুরছিয়ানা’। ‘কুরছিয়ানা’র গল্পকার রোমেল রহমানকে আমাদের আন্তরিক অভিনন্দন। আদি কথনভঙ্গিতে সামষ্টিক স্বরে লৌকিক বাংলা গদ্যে মানুষের সহজাত প্রকৃতিকে প্রতিকৃত করার নিপুণতার জন্য বিচারকগণ রোমেল রহমানের ‘কুরছিয়ানা’ গল্পকে নির্বাচিত করেছেন। পুরস্কৃত গল্প ‘কুরছিয়ানা’ নিয়ে আমরা চূড়ান্ত বিচারক পলাশ মাহমুদের অভিমত উপস্থাপন করেছি।
প্রতিধ্বনির সঙ্গে থাকার জন্য সকল লেখক, নির্বাচিত গল্পকার, বিচারক ও পাঠকদের প্রাণঢালা শুভেচ্ছা জানানো হয়েছে। সেইসঙ্গে সবার সুন্দর আগামী কামনা করা হয়।