বাসস
  ২৪ ডিসেম্বর ২০২৫, ২২:০৯

বড়দিন উপলক্ষে শিল্পকলা একাডেমিতে ‘সাংস্কৃতিক সন্ধ্যা’ অনুষ্ঠিত

ঢাকা, ২৪ ডিসেম্বর, ২০২৫(বাসস) : বড়দিন উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণের নন্দনমঞ্চে ‘সাংস্কৃতিক সন্ধ্যা’ অনুষ্ঠিত হয়েছে। 

আজ বুধবার সন্ধ্যায় এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন), সচিব মোহাম্মদ জাকির হোসেন, বিভিন্ন দেশের দূতাবাসের প্রতিনিধি, বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তর-সংস্থার কর্মকর্তা ও শিল্পকলা একাডেমির বিভিন্ন বিভাগের পরিচালকবৃন্দসহ কর্মকর্তারা।

অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তোলার অগ্রযাত্রায় ঈদ, বৌদ্ধ পূর্ণিমা, দুর্গাপূজা উপলক্ষে সাংস্কৃতিক আয়োজনের ধারাবাহিকতায় বড়দিন উপলক্ষে সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় এ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।