শিরোনাম

ঢাকা, ১৮ ডিসেম্বর, ২০২৫ (বাসস): আগামী ১৯ ও ২০ ডিসেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে বাংলাদেশ পথমূকাভিনয় পরিষদের দ্বি-বার্ষিক জাতীয় সম্মেলন ও জাতীয় পথমূকাভিনয় উৎসব অনুষ্ঠিত হবে।
‘মুক্তির চেতনায় জাগরণের মূকাভিনয়’ শিরোনামে পথমূকাভিনয় পরিষদের এই আয়োজনে দুই দিনে দুটি সেমিনার যথাক্রমে মো. কামরুল হাসান খান উপস্থাপন করবেন ‘জুলাই অভ্যুত্থান: তৎপরবর্তী সংস্কৃতিকর্মী ও মূকাভিনয়শিল্পীগণ’ এবং আসবাবীর রাফসান উপস্থাপন করবেন ‘পথমূকাভিনয়ের সম্ভাবনা’।
প্রতিদিন বিকেলে সারা দেশ থেকে আগত ২০টিরও অধিক দল উৎসবে প্রদর্শনী করবে। উৎসবের উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথি থাকবেন প্রধান উপদেষ্টা কার্যালয়ের সচিব ও জাতীয় দক্ষতা উন্নয়ন অথোরিটির চেয়ারম্যান ড. নাজনীন কাউসার চৌধুরী এবং সমাপনী আয়োজনে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজা উদ্দিন স্ট্যালিন।
আয়োজনের দ্বিতীয় দিন সকালে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হবে এবং আগামী দুই বছরের জন্য নতুন কার্যকরী কমিটি গঠিত হবে। দুই দিন ব্যাপী অনুষ্ঠানের বিভিন্ন আয়োজনে সভাপতিত্ব করবেন আন্তর্জাতিক মূকাভিনয়শিল্পী ও সংগঠক রিজোয়ান রাজন।
পরিষদের এই বর্ণাঢ্য আয়োজনে সম্মেলন ও উৎসব কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব আসবাবীর রাফসান ও ইহতিয়াজ ত্বকী সংশ্লিষ্ট সকলকে সক্রিয় অংশগ্রহণ করার অনুরোধ জানিয়েছেন।
এ সম্পর্কে রিজোয়ান রাজন বলেন, ‘এই সময়ে পথমূকাভিনয় পরিষদের সম্মেলন ও উৎসবে বাংলাদেশের চলমান এই অস্থির সময়কে বিবেচনায় রাখা হয়েছে। সম্মেলনের সেমিনারের বিষয় বর্তমান এই সাংস্কৃতিক সংকটময় সময়ে খুবই গুরুত্বপূর্ণ। মূকাভিনয় প্রদর্শনীর বিষয়বস্তুও এই সময়ের সঙ্গে প্রাসঙ্গিক রাখা হয়েছে। তাই, এই আয়োজন সার্বিকভাবেই গুরুত্ব বহন করবে বলে আমাদের বিশ্বাস।’