শিরোনাম

ঢাকা, ১৪ ডিসেম্বর, ২০২৫ (বাসস): মোহাম্মদপুর মাগুরার ‘উর্মি অপেরা’ আগামীকাল ১৫ ডিসেম্বর মঞ্চস্থ করবে যাত্রাপালা ‘প্রেমের সমাধি তীরে’।
পালাটির পালাকার হিসেবে রয়েছেন নির্মল মুখোপাধ্যায় এবং পরিচালনায় রয়েছেন শামীম খন্দকার।
সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে এ যাত্রাপালা মঞ্চস্থ হবে।
এদিকে রোববার সন্ধ্যা ৬টায় সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ শিল্পকলা একাডেমি রেপার্টরি যাত্রা ইউনিট প্রদর্শন করবে জীবনীভিত্তিক যাত্রাপালা ‘জেনারেল ওসমানী’।
যাত্রাপালাটির পালাকার হিসেবে রয়েছেন ঋজু লক্ষ্মী অবরোধ এবং পরিচালনায় রয়েছেন শামীম খন্দকার এবং পরিবেশন করবে শিল্পকলা একাডেমি রেপার্টরি যাত্রা ইউনিট। যে আখ্যানে মুক্তিযুদ্ধের ইতিহাসের লুকায়িত অথচ অতি গুরুত্বপূর্ণ সত্য নতুন করে ধরা দেবে উপস্থিত দর্শকবৃন্দের সামনে।
রোববার সাড়ে ৬টায় শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মঞ্চস্থ হয় যাত্রাপালা ‘সাগর ভাসা’। পালাকার হেমনাথ কৃষ্ণ দাস এবং পরিচালনায় মজর আলী।
যাত্রাপালাটি মঞ্চায়ন করেন রৌমারী কুড়িগ্রামের যাত্রাদল ‘রৌমারী নাট্য সংস্থা’।