বাসস
  ১৪ ডিসেম্বর ২০২৫, ১৮:৫১

শিল্পকলায় অ্যাক্রোবেটিক ও যাত্রাপালা ‘জেনারেল ওসমানী’ আগামীকাল

ঢাকা, ১৪ ডিসেম্বর, ২০২৫ (বাসস): মহান বিজয় দিবস ২০২৫ উদ্‌যাপন উপলক্ষে শিল্পকলায় অ্যাক্রোবেটিক ও যাত্রাপালা ‘জেনারেল ওসমানী’ প্রদর্শিত হবে আগামীকাল।

সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় দুই দিনব্যাপী ‘বিজয় উৎসব’ আয়োজন করা হয়েছে।

আগামীকাল ১৫ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে শারীরিক দক্ষতা প্রদর্শনের মাধ্যমে এক শৈল্পিক উপস্থাপনা অ্যাক্রোবেটিক শো। 

সন্ধ্যা ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি রেপার্টরি যাত্রা ইউনিট প্রদর্শন করবে জীবনীভিত্তিক যাত্রাপালা ‘জেনারেল ওসমানী’। যাত্রাপালাটির পালাকার হিসেবে রয়েছেন ঋজু লক্ষ্মী অবরোধ এবং পরিচালনায় রয়েছেন শামীম খন্দকার এবং পরিবেশন করবে বাংলাদেশ শিল্পকলা একাডেমি রেপার্টরি যাত্রা ইউনিট। এ আখ্যানে মুক্তিযুদ্ধের ইতিহাসের এক লুকায়িত অথচ অতি গুরুত্বপূর্ণ সত্য নতুন করে ধরা দেবে উপস্থিত দর্শকবৃন্দের সামনে।

পরদিন ১৬ ডিসেম্বর মঙ্গলবার, দুপুর ২টায় সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজন করা হয়েছে ‘বিজয় দিবস কনসার্ট’।

সবার জন্য উন্মুক্ত অনুষ্ঠানে আয়োজিত কনসার্টে অংশগ্রহণ করবেন সায়ান, শিরোনামহীন, লালন, বাংলা ফাইভ, টংয়ের গান, আফটার ম্যাথ, ফারিয়া ইলা লালালা, ফিরোজ জং এবং এফ মাইনর। সুর ও সঙ্গীতের মেলবন্ধনে অনুরণিত হবে '৭১ এর গান। পাশাপাশি ৬৪ জেলায় একযোগে অনুষ্ঠিত হবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান।