শিরোনাম

ঢাকা, ১১ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : জেন্ডার সংবেদনশীল কন্টেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন চারজন কন্টেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার।
ঢাকাস্থ নেদারল্যান্ডস দূতাবাসের সহযোগিতায় বুধবার রাতে জাগো ফাউন্ডেশন ট্রাস্ট ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ যৌথভাবে পরিচালিত ‘সমতায় তারুণ্য: ইয়ুথ ফর ইকুয়ালিটি’ প্রকল্পের উদ্যোগে তিনজন কন্টেন্ট ক্রিয়েটর ও একজন ইনফ্লুয়েন্সরকে সম্মাননা প্রদান করা হয়।
ঢাকার আলোকি কনভেনশন সেন্টারে জাগো ফাউন্ডেশন ট্রাস্ট আয়োজিত ‘জেন্ডার সেনসেটিভ কনটেন্ট অ্যাওয়ার্ড ২০২৫’ শিরোনামের একটি অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়।
‘ইমার্জিং ভয়েস অন সোশ্যাল মিডিয়া ইন জেন্ডার অ্যাডভোকেসি’ ক্যাটাগরিতে পুরস্কৃত হয়েছেন মো. নূর এ আলম এবং এরিন আক্তার। একই বিভাগে সৃজনশীলতার জন্য বিশেষ স্বীকৃতি পান মুরশিদুল আলম ভূঁইয়া। ‘জেন্ডার সেনসেটিভ ইনফ্লুয়েন্সার অব দ্য ইয়ার’ ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন কারিনা কায়সার।
পুরস্কৃতরা সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে নিয়মিতভাবে ইতিবাচক জেন্ডার ন্যারেটিভ প্রচার, প্রচলিত স্টেরিওটাইপ নিয়ে আলোচনা, নারীর নিরাপত্তা, অধিকার ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কন্টেন্ট নির্মাণ করেন।
সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) এম এ আখের। অনুষ্ঠানে সভা প্রধান হিসেবে উপস্থিত ছিলেন জাগো ফাউন্ডেশন ট্রাস্ট- এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক করভি রাখসান্দ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেদারল্যান্ডস দূতাবাসের ফাইন্যান্সিয়াল এডভাইজার বার্ট এসিং, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব কাজী মোখলেছুর রহমান ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের ডিরেক্টর (প্রোগ্রাম) মাহিন চৌধুরী।
প্রধান অতিথি এম এ আখের তরুণদের ডিজিটাল দায়িত্বশীলতার গুরুত্ব তুলে ধরে বলেন, তরুণরাই আজকের ডিজিটাল নেতৃত্ব। তারা যদি সম্মান, সমতা ও নৈতিকতার বার্তা ছড়িয়ে দেয়, তাহলে অনলাইন পরিসর বদলে যেতে বাধ্য। যুব উন্নয়ন অধিদপ্তর সবসময় এমন উদ্যোগকে সমর্থন করে যা তরুণদের সৃজনশীলতা ও নৈতিক মূল্যবোধকে শক্তিশালী করে।