শিরোনাম

ঢাকা, ৯ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে আগামীকাল (১০ ডিসেম্বর) মঞ্চায়িত হবে ‘চরিত্রহীন’।
বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় ঠাকুরগাঁওয়ের ‘বনফুল অপেরা’ মঞ্চায়ন করবে এটি। পালাকার হিসেবে রয়েছেন রঞ্জন দেবনাথ এবং পরিচালনায় রয়েছেন উত্তম মণ্ডল।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মঞ্চস্থ হয় যাত্রাপালা ‘বাহরাম বাদশা’। পালাকার হচ্ছেন কবি ফইজু ফকির এবং পরিচালনায় ছিলেন রাশেদুল হক।
যাত্রাপালাটি মঞ্চায়ন করেন বেলাব নরসিংদীর ‘নিউ স্টার অপেরা’ যাত্রাদল। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেন মোঃ রাশেদুল হক, মোঃ গাজী রাজ্জাক, মিস্টার হাছান, মোবারক, টিপু, কামাল, কাজল, লোকমান, জাহান আলী, শরিয়ত উল্লা, হাসী রানী, সবিতা, বিথী, লিপি বেগম, বাতাসী, নওরীন, কাজল, বিষু, কবির, আঃ কুদ্দুছ, আপন ও মাইনুদ্দিন প্রমুখ। নেপথ্য শিল্পী, কলা-কুশলী হিসেবে ছিলেন মোঃ রাশেদুল হক এবং মোঃ কুতুব মিয়া।
বিজয়ের মাসজুড়ে শিল্পকলায় চলছে এ যাত্রাপালা প্রদর্শনী।
প্রদর্শনীতে নিবন্ধিত ৩৬টি যাত্রাদল ৩৬টি যাত্রাপালা এবং মহান বিজয় দিবসে শিল্পকলা একাডেমি রেপার্টরি যাত্রাদলের বিশেষ যাত্রাপালা ‘জেনারেল ওসমানী’সহ ৩৭টি যাত্রাপালা মঞ্চায়িত হবে।
যাত্রাপালা প্রদর্শনীর টিকেটের মূল্য ১০০ টাকা। টিকেট বিক্রি হতে প্রাপ্ত অর্থ সংশ্লিষ্ট যাত্রাদলকে দেওয়া হবে।
এছাড়াও প্রতিদিন বিকেল ৫টা থেকে জাতীয় নাট্যশালার উন্মুক্ত প্রাঙ্গণে থাকছে দেশাত্মবোধক যাত্রাগানের কনসার্ট। উল্লেখ্য, প্রতিদিনের প্রদর্শিত যাত্রাপালাগুলো জুরি বোর্ডের বিচারকদের মাধ্যমে মূল্যায়ন করা হচ্ছে।
সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় এ প্রদর্শনী চলছে।