বাসস
  ০৬ ডিসেম্বর ২০২৫, ২৩:৫৩

শিল্পকলায় যাত্রাপালা প্রদর্শনীতে আগামীকাল ‘আলোমতি প্রেমকুমার’

ঢাকা, ৬ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : আগামীকাল রোববার বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নরসিংদীর ভেলানগরের যাত্রাদল ‘নিউ সুমি অপেরা’ মঞ্চস্থ করবে যাত্রাপালা ‘আলোমতি প্রেমকুমার’।

পালাটির পালাকার জসিমউদ্দিন এবং পরিচালনায় থাকবেন সুমি আক্তার। সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে প্রদর্শনী।
এর আগে আজ শনিবার একই মঞ্চে প্রদর্শিত হয়েছে যাত্রাপালা ‘গুনাই বিবি’। পালাকার ছিলেন জসিমউদ্দিন এবং পরিচালনায় রিপন জমাদার। যাত্রাপালাটি মঞ্চায়ন করেছে সিলেটের কানাইঘাটের ‘নিহা যাত্রা ইউনিট’।

সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে নিবন্ধিত যাত্রাদলগুলোর অংশগ্রহণে ১ ডিসেম্বর থেকে শুরু হয়েছে বিজয়ের মাসজুড়ে যাত্রাপালা প্রদর্শনী।

প্রদর্শনী চলবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টা থেকে। মাসব্যাপী আয়োজনে নিবন্ধিত ৩৬টি যাত্রাদল ৩৬টি যাত্রাপালা মঞ্চায়ন করবে। মহান বিজয় দিবসে একাডেমির রেপার্টরি যাত্রাদল বিশেষ যাত্রাপালা ‘জেনারেল ওসমানী’ পরিবেশন করবে।

যাত্রাপালা প্রদর্শনীর টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা। প্রদর্শনী চলাকালীন প্রতিদিন বিকেল ৫টা থেকে জাতীয় নাট্যশালার উন্মুক্ত প্রাঙ্গণে দেশাত্মবোধক যাত্রাগানের কনসার্ট অনুষ্ঠিত হচ্ছে।