শিরোনাম

ঢাকা, ১৯ নভেম্বর, ২০২৫ (বাসস) : আগামী শুক্রবার বিবেকানন্দ থিয়েটারের ২৫তম প্রযোজনায় নতুন নাটক ‘ভাসানে উজান’র উদ্বোধনী মঞ্চায়ন হবে।
দস্তয়ভস্কির বিখ্যাত ছোটগল্প দ্য জেন্টেল স্পিরিট অবলম্বনে নির্মিত নাটকটির নাট্যরূপ দিয়েছেন অপূর্ব কুমার কুণ্ডু এবং নির্দেশনা দিয়েছেন শুভাশীষ দত্ত তন্ময়। একক অভিনয়ে থাকছেন- মো. এরশাদ হাসান।
রাজধানীর স্টুডিও থিয়েটার হলে (লিফট-৭), সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে ভাসানে উজান নাটকের উদ্বোধনী প্রদর্শনী। উদ্বোধক থাকবেন বাংলাদেশের একক অভিনয়ের পথিকৃত, বহুমাত্রিক অভিনেত্রী ফেরদৌসী মজুমদার।
আগামীকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে ‘ভাসানে উজান’ নাটকটির গণমাধ্যমের সামনে প্রেস প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।