শিরোনাম

সুনামগঞ্জ, ১৪ নভেম্বর ২০২৫ (বাসস): জেলায় আজ সুনামগঞ্জ জেলা বাউল সমিতির দু’দিন ব্যাপী অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আজ শুক্রবার বিকাল ৪ টায় সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে আয়োজিত এ অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।
বাউল তছকির আলী’র সভাপতিত্বে এ অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শেরগুল আহমেদ, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী পাবেল, রোটারিয়ান কামরুজ্জামান মাছুম, বাউল গবেষক সুবাস উদ্দিন, লোকদল শিল্পী গোষ্ঠীর পরিচালক বিধান চন্দ্র বনিক বাধন প্রমুখ বক্তব্য রাখেন।
অভিষেক অনুষ্ঠানে আলোচনা সভা শেষে স্থানীয় শিল্পীরা গান পরিবেশন করেন। পরে বাউল সমিতির পক্ষ থেকে অতিথি ও বাউল শিল্পীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
আয়োজকরা জানান, দু’দিন ব্যাপী এ অভিষেক অনুষ্ঠান শনিবার শেষ হবে।