বাসস
  ২৫ জুলাই ২০২৫, ২২:৫৮
আপডেট : ২৫ জুলাই ২০২৫, ২৩:২০

শিল্পকলায় মঞ্চস্থ হলো নাটক ‘মুখোমুখি’

ঢাকা, ২৫ জুলাই ২০২৫ (বাসস) :  স্বার্থপর শাসকগোষ্ঠীর কাছে বন্দি মানুষের জীবন। কোনো কোনো সময়  স্বজন হারানোর বেদনায় ভারী হয় চারপাশ।

এমন প্রেক্ষাপটে মঞ্চের বাতাস। মুহুর্মুহু করতালিতে উপচে পড়া দর্শকের উপস্থিতিতে শেষ হয় নাটক ‘মুখোমুখি’।

আজ সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে মনসুন রেভ্যুলেশনের স্পিরিটকে উপজীব্য করে সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং  একাডেমির আয়োজনে নতুন নাট্য প্রযোজনা নির্মাণের অংশ হিসেবে প্রথম মঞ্চায়ন হলো ‘মুখোমুখি’ নাটক। 

নাটকটির ভাবনা, পরিকল্পনা ও নির্দেশনায় ছিলেন ধীমান চন্দ্র বর্মন । মঞ্চায়ন করেছে ‘থিয়েটার ওয়েব’।

নাটকের পটভূমিকায়  দেখা যায়, স্বার্থের নেশায় বিভোর শাসকের কাছে গুরুত্বহীন মানুষ। শাসকের রক্ত পিপাসায় প্রাণ যায় শত-হাজার নিরীহ জনগণের নিজেদের কথা বলতে গিয়ে। বেঁচে থাকার আশাটুকুও কেড়ে নেয় স্বার্থপর শাসকগোষ্ঠী। স্বজন হারানোর বেদনায় ভারী হয় বাতাস। মৃত মানুষের শেষ নি:শ্বাস যেন সংঘবদ্ধ করে তোলে মজলুমকে। দেয়ালে পিঠ ঠেকে গিয়ে ঘুরে দাঁড়াতে শেখে মানুষ নতুন দিনের আশায়।

দর্শক পরিপূর্ণ এই আয়োজনের শুরুতে উপস্থিত  দর্শকদের মাঝে  বক্তৃতা করেন  শিল্পকলার প্রশিক্ষণ বিভাগের পরিচালক এ এফ এম নুরুর রহমান।