শিরোনাম
ঢাকা, ২৪ মে, ২০২৫ (বাসস) : দুই সপ্তাহব্যাপী রাজনীতি সংলগ্ন প্রদর্শনী ও তারকাখচিত উপস্থিতির পর আজ শনিবার শেষ হতে যাচ্ছে বিশ্বখ্যাত কান চলচ্চিত্র উৎসব। এদিন ঘোষিত হবে প্রতীক্ষিত ‘পাম দ’ওর’সহ মূল প্রতিযোগিতার সব পুরস্কার।
কান থেকে এএফপি জানায়, মূল প্রতিযোগিতায় নির্বাচিত ২২টি চলচ্চিত্রের নির্মাতা ও কলাকুশলীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন পুরস্কারের ফল ঘোষণার জন্য, বিশেষ করে সেরা চলচ্চিত্রের পাম দ’ওরের জন্য।
উৎসবের ১১ দিনের উল্লেখযোগ্য কিছু ঘটনা তুলে ধরেছে এএফপি—
প্রতিযোগিতার ফেবারিটরা
পুরস্কার ভবিষ্যদ্বাণী করা কঠিন হলেও সমালোচকদের মতে, ইরানের ভিন্নমতাবলম্বী নির্মাতা জাফর পানাহির ‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট’ এবং নরওয়ের জোয়াকিম ত্রিয়েরের পারিবারিক ড্রামা ‘সেন্টিমেন্টাল ভ্যালু’ পাম দ’ওরের দৌড়ে এগিয়ে।
ত্রিয়েরের ছবিটি বৃহস্পতিবার ১৯ মিনিটের অভূতপূর্ব স্ট্যান্ডিং ওভেশন লাভ করে।
ইউক্রেনীয় নির্মাতা সের্গেই লোজনিতসার স্বৈরতন্ত্র নির্ভর চলচ্চিত্র ‘টু প্রসিকিউটরস’ এবং রিচার্ড লিংকলেটারের ‘নুভেল ভাগ’ও আলোচনায় রয়েছে।
লালগালিচায় পোশাকবিধি
১৩ মে শুরু হওয়া উৎসবের শুরুতেই বিতর্ক তৈরি করে নতুন পোশাকবিধি—যাতে বিশাল আকৃতির গাউন এবং সম্পূর্ণ নগ্নতা নিষিদ্ধ ঘোষণা করা হয়।
‘মনস্টারস বল’ তারকা ও অস্কারজয়ী হ্যালি বেরি পোশাকবিধি লঙ্ঘনের দায়ে উদ্বোধনী অনুষ্ঠানে পোশাক পাল্টাতে বাধ্য হন।
নির্দেশনা উপেক্ষা করলেও ভারতীয় মডেল ও ইনফ্লুয়েন্সার স্নিগ্ধা বড়ুয়াকে ভিআইপি প্রবেশদ্বারে নিরাপত্তাকর্মীরা বাধা দিলে তাকে গাউনের ঝুল সরাতে হয়।
#মিটু ও প্রতিবাদ
চলচ্চিত্র জগতে দীর্ঘদিনের যৌন কেলেঙ্কারি ও প্রতিবাদের প্রেক্ষাপটে এবার নতুন #মিুটু নীতির আওতায় ধর্ষণ অভিযোগে অভিযুক্ত এক অভিনেতাকে লালগালিচায় নিষিদ্ধ করে উৎসব কর্তৃপক্ষ।
‘ডসিয়ে ১৩৭’ ছবির অভিনেতা থিও নাভারোুমুসি অভিযোগ অস্বীকার করলেও পুলিশের প্রাথমিক তদন্ত ইতোমধ্যে বন্ধ হয়েছে।
এদিকে বিতর্কিত অভিনেতা কেভিন স্পেসির সম্মাননা গ্রহণ এবং অভিনেত্রী নিকোল কিডম্যানের নারী নির্মাতা বৃদ্ধির আহ্বানও ছিল আলোচনার বিষয়। এখন পর্যন্ত মাত্র তিনজন নারী পাম দ’ওর জিতেছেন।
অভিনেতা থেকে নির্মাতা
তিনজন অভিনেতা এবার প্রথমবার নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করেন।
‘বেবিগার্ল’ অভিনেতা হ্যারিস ডিকিনসন (‘আর্চিন’) ও ‘টোয়াইলাইট’ খ্যাত ক্রিস্টেন স্টুয়ার্ট (‘দ্য ক্রোনলজি অব ওয়াটার’) দর্শক ও সমালোচকদের প্রশংসা পান।
তবে স্কারলেট জোহানসনের পরিচালনায় প্রথম ছবি ‘এলেনর দ্য গ্রেট’ সমালোচকদের কাছে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে।
গাজা যুদ্ধের ছায়া
উৎসবে এবারও এড়ানো যায়নি গাজা যুদ্ধের প্রভাব। উৎসবের আগমুহূর্তে শতাধিক চলচ্চিত্রকর্মী এক খোলা চিঠিতে এই যুদ্ধকে ‘গণহত্যা’ হিসেবে আখ্যা দেন।
ইরানি নির্মাতা সেপিদে ফারসির গাজায় নিহত ফিলিস্তিনি ফটোসাংবাদিক ফাতিমা হাসুনার জীবন নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র দর্শকদের নীরব করে দেয়।
জুলিয়ান অ্যাসাঞ্জ নিজের জীবন নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রচারের সময় গাজায় নিহত শিশুদের নাম লেখা টি-শার্ট পরে লালগালিচায় হাঁটেন।
ট্রাম্প ও মার্কেট
উৎসবের বাণিজ্যিক অংশে আলোচিত বিষয় ছিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা—বিদেশে নির্মিত সিনেমার ওপর ১০০% শুল্ক আরোপ করা হবে।
নির্মাতারা বিষয়টিকে ‘অবিশ্বাস্য’ ও ‘অবাস্তব’ বলে খারিজ করেছেন।
‘ট্যাক্সি ড্রাইভার’ খ্যাত রবার্ট ডি নিরো উদ্বোধনী বক্তৃতায় ট্রাম্পকে ‘আমেরিকার অপসংস্কৃতির প্রতীক’ বলেন।
টম ক্রুজ ও ঝুঁকিপূর্ণ দৃশ্য
‘মিশন: ইম্পসিবল দ্য ফাইনাল রেকনিং’ নিয়ে উৎসবে আসেন টম ক্রুজ। যদিও ছবিটি মিশ্র প্রতিক্রিয়া পায়।
পরিচালক ক্রিস্টোফার ম্যাককুয়েরি জানান, দক্ষিণ আফ্রিকায় শুটিংয়ে এক দৃশ্যে টম ক্রুজ বিমানের ডানার ওপর ঝুলে ছিলেন—সচেতন ছিলেন কি না বোঝা যাচ্ছিল না।
পাম গাছের দুর্ঘটনা
উৎসবে আলোচনার আরেক কেন্দ্র ছিল এক ব্যতিক্রমী দুর্ঘটনা—কানের সী-ফ্রন্টে হঠাৎ একটি পামগাছ ভেঙে পড়ে, আহত হন একজন।
তাঁকে হাসপাতালে নেওয়া হয় এবং কয়েক দিন পর ছাড়া পান।