শিরোনাম
ঢাকা, ২৪ মে, ২০২৫ (বাসস): প্রায় দুই সপ্তাহব্যাপী তারকাখচিত লাল গালিচা, রাজনীতি ও সিনেমার আলোচনার পর শনিবার পর্দা নামছে কান চলচ্চিত্র উৎসবের।
ফেস্টিভালের সর্বোচ্চ পুরস্কার ‘পাম দ’ওর’ জয়ের দৌড়ে এগিয়ে রয়েছে রাজনৈতিক বন্দিদের নিয়ে নির্মিত এক ব্যঙ্গাত্মক ইরানি ছবি ‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট’ (পরিচালক: জাফর পানাহি) ও একনায়কতন্ত্রের চিত্রায়ণভিত্তিক ইউক্রেনীয় নাট্যচিত্র ‘টু প্রসিকিউটরস’ (পরিচালক: সের্হি লজনিৎসা)।
ফ্রান্সের কান থেকে এএফপি জানায়, অভিনেত্রী জুলিয়েট বিনোশ-এর নেতৃত্বাধীন বিচারক মণ্ডলী ২২টি প্রতিযোগিতামূলক চলচ্চিত্রের মধ্য থেকে বিজয়ী নির্ধারণ করবেন।
শেষ দিন প্রদর্শিত ছবিগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত হয়েছে ‘ইয়াং মাদারস’। কিশোরী মায়েদের নিয়ে বেলজিয়ামের দারদেন ভ্রাতৃদ্বয় (জ্যাঁ-পিয়ের ও লুক দারদেন) নির্মিত এই সংবেদনশীল চিত্রটি দ্য গার্ডিয়ান পত্রিকার বিরল পাঁচতারকা রিভিউ পেয়েছে।
চলচ্চিত্র সমালোচকদের মন জয় করেছে জার্মান ছবি ‘সাউন্ড অব ফলিং’, যেখানে চার প্রজন্মের নারীদের জীবন তুলে ধরা হয়েছে, এবং ৭০ দশকের প্রেক্ষাপটে নির্মিত ব্রাজিলীয় ছবি ‘দ্য সিক্রেট এজেন্ট’।
এছাড়া মার্কিন নির্মাতা রিচার্ড লিংকলেটার-এর ‘নুভেল ভাগ’ ছবিটি ফরাসি নির্মাতা জঁ লুক গোদার-কে নিয়ে নির্মিত উজ্জ্বল, ইতিবাচক কাহিনি—যা অনেক দর্শকের মন জয় করেছে।
রাজনীতি ও প্রতিবাদে প্রভাবিত উৎসব
প্রতিযোগিতার বাইরেও এবারের কানের ফরাসি রিভিয়েরার শহরজুড়ে তারকা ও রাজনীতির গুঞ্জন ছড়িয়েছে।
মার্কিন পরিচালক টড হেইন্স যুক্তরাষ্ট্রের ‘বর্বর প্রেসিডেন্সি’ নিয়ে উদ্বেগ জানান। চিলি-মার্কিন অভিনেতা পেদ্রো পাসকেল স্বীকার করেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে কথা বলাটাই এখন ‘ভয়ংকর’ হয়ে উঠেছে।
গাজা যুদ্ধও উৎসবে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। আয়োজকদের মতে, ফ্রান্সের র্যাল্ফ ফাইনস, পরিচালক জিম জারমুশ, উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ-সহ ৯০০’র বেশি চলচ্চিত্রশিল্পী ও অভিনেতা গাজায় ‘গণহত্যা’র নিন্দা জানিয়ে খোলা চিঠিতে স্বাক্ষর করেছেন।
পুরস্কার বিতরণ শুরু
উৎসবের শেষদিনের আগেই কিছু পুরস্কার ঘোষণা করা হয়েছে।
প্রথমবারের মতো প্রদর্শিত চেচেন ছবি ‘বেস্ট ডকুমেন্টারি’ পুরস্কার জিতেছে। জুলিয়ান অ্যাসাঞ্জের জীবন নিয়ে নির্মিত ‘দ্য সিক্স বিলিয়ন ডলার ম্যান’ পেয়েছে বিশেষ জুরি পুরস্কার।
‘আঁ স্যর্ত্যাঁ রেগার’ বিভাগে চিলির পরিচালক দিয়েগো সেস্পেদেস নির্মিত ‘দ্য মিস্টেরিয়াস গেজ অব দ্য ফ্ল্যামিংগো’ জয়ী হয়। ১৯৮০’র দশকের এক মরুভূমি খনি শহরে বসবাসরত কিছু রূপান্তরকামী নারীর জীবন তুলে ধরা হয়েছে সেখানে।
অভিনেত্রী থেকে নির্মাতা হওয়া ফরাসি হাফসিয়া হারজি ‘দ্য লাস্ট ওয়ান’ ছবির জন্য জয় করেছেন অনানুষ্ঠানিক ‘কুইয়ার পাম’। ছবিতে এক মুসলিম কিশোরীর বেড়ে ওঠা ও আত্মপরিচয়ের সংগ্রাম দেখানো হয়েছে।
সপ্তাহের শুরুতে রাচাপুম বুনবুনচাকক-এর থাই চলচ্চিত্র ‘ইউজফুল ঘোস্ট’, একটি রাজনীতি-প্রভাবিত এলজিবিটিকিউ প্রেতচিত্রভিত্তিক ছবি, ‘ক্রিটিকস উইক’ বিভাগে শীর্ষ পুরস্কার পেয়েছে।
এক হালকা মুহূর্তে, আয়োজকরা জানায়, আইসল্যান্ডের পারিবারিক ছবি ‘দ্য লাভ দ্যাট রিমেইন্স’-এ অভিনয় করা কুকুর পান্ডা ‘পাম ডগ’ পুরস্কার পেয়েছে। ছবিটি পরিচালনা করেছেন হ্লিনুর পামাসন।