শিরোনাম

ঢাকা, ২৭ নভেম্বর, ২০২৫ (বাসস) : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতিদের ছবি, তথ্য, মন্তব্য, বক্তব্য কিছু কিছু প্রিন্ট, ইলেক্ট্রনিক, সোশ্যাল ও অনলাইন মিডিয়ায় বিকৃত ও নেতিবাচকভাবে প্রকাশিত হচ্ছে, যা তাদের জন্য অবমাননাকর।
ট্রাইব্যুনাল ও ট্রাইব্যুনালের বিচারপতিগণের জন্য অবমাননাকর ও অপমানজনক যেকোনো কনটেন্ট প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া এবং অনলাইন নিউজ পোর্টালে প্রকাশ না করার বিষয়ে এবং প্রকাশিত কনটেন্ট অপসারণের জন্য ট্রাইব্যুনালের আদেশ/নির্দেশনা রয়েছে।
ভবিষ্যতে যাতে এ ধরনের কনটেন্ট কোনো মাধ্যমে কোনোভাবেই প্রকাশিত না হয় সে ব্যাপারে ব্যবস্থা গ্রহণের জন্যও ট্রাইব্যুনাল নির্দেশ দিয়েছে।