বাসস
  ২৮ নভেম্বর ২০২২, ১৮:২৭

উৎসে কর আগের মতোই ০.৫ শতাংশ চায় বিজিএমইএ

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২২ (বাসস) : পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে কর ১ শতাংশ থেকে হ্রাস করে আগের মত ০.৫ শতাংশে নির্ধারণ করার দাবি জানিয়েছে এ খাতের উদ্যোক্তারা। 
রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) এই দাবি জানিয়ে আবেদন করেছে। সংগঠনটি বলছে, বৈশ্বিক প্রেক্ষাপটের কারণে পোশাক শিল্প বর্তমানে যে সংকট কাল অতিক্রম করছে। তাই সংকট উত্তরণে উৎসে কর ০.৫ শতাংশে নির্ধারণ এবং আগামী ৫ বছরের জন্য কার্যকর করা জরুরি। এ ধরনের নীতি সহায়তা ছাড়া এই শিল্পের সক্ষমতা টিকিয়ে রাখা দুরূহ হয়ে পড়বে। 
বিজিএমইএ সভাপতি ফারুক হাসান আবেদনপত্রে উল্লেখ করেছেন যে, আগামী ৫ বছর পর্যন্ত ০.৫ শতাংশ উৎসে কর কার্যকর রাখলে শিল্পটি রপ্তানি সক্ষমতা বজায় রাখতে সহায়তা পাবে। শিল্প টিকে থাকলে রাজস্ব বাড়বে, নতুন নতুন কর্মসংস্থান তৈরি হবে। প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে রপ্তানি বাড়ানো গেলে, করহার না বাড়িয়েও রাজস্ব আয় বাড়ানো সম্ভব।
প্রসঙ্গত, চলতি ২০২২-২৩ অর্থবছরে পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ০.৫ শতাংশ থেকে বৃদ্ধি করে ১ শতাংশে নির্ধারণ করা হয়।
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়